জামিন পেয়েই বিস্ফোরক মেহুল চকসি,’আমি পালাইনি, আমাকে অপহরণ করা হয়েছিল!’

তৃতীয়পক্ষ ওয়েবডেস্ক- শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সদ্য। মেহুল চকসি ডমিনিকার আদালত থেকে জামিন পেয়েই ভারতীয় গোয়েন্দাদের দিকে আঙুল তুললেন। অভিযোগ করলেন তিনি পালিয়ে যাননি, ভারতীয় গোয়েন্দারাই তাঁকে অপহরণ করে ডোমিনিকায় নিয়ে গিয়েছিল।

সেখানে অপহরণ করে নিয়ে যাওয়ার পর শারীরিক, মানসিক অত্যাচারও হয়েছে বলে অভিযোগ করেন হীরে ব্যবসায়ী মেহুল চকসি। এদিন বৃহস্পতিবার সংবাদমাধ্যমে জানান, বাড়িতে ফিরে এলেও আমার উপর যেরকম মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয়েছে, তা স্বপ্নেও ভাবিনি। আমার সমস্ত ব্যবস্যা বন্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি ভাবতেও পারেননি ভারতীয় গোয়েন্দারা তাঁকে অপহরণ করবে।

তার আরও বক্তব্য ভারতীয় গোয়েন্দারা নাকি অপহরণ করার সময় তাঁকে ইলেকট্রিক শক দেন এবং ধাক্কা দিয়ে এক নৌকো থেকে অন্য নৌকোয় ফেলেও দেন৷ ডমিনিকার জেলে প্রায় দু’মাস কাটানোর পর শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিনে সম্প্রতি তিনি অ্যান্টিগা ফিরেছেন৷ আর সেখান থেকে ফিরেই ভারতীয় গোয়েন্দাদের দিকেই অভিযোগ তুললেন মেহুল৷

শেয়ার করতে:

You cannot copy content of this page