বাজারে দেদার বিকোচ্ছে ‘খেলা হবে’ টি শার্ট

রাজনৈতিক ঝড়ে বেশ কিছুদিন ধরেই খেলা হবে ট্রেন্ড চলছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকের মুখেই এখন এই একটি কথা। আর ভোট এলে সেসব তো ছড়াবেই। তাই এখন সবার মুখেই এক কথা। যেন এক ট্রেন্ডে গা ভাসিয়েছেন সকলেই।

আর কিছুদিন পরেই নির্বাচন। কে বসবে বাংলার গদিতে এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আবার কি মমতা তাঁর রাজনীতির মসনদে হ্যাটট্রিক করবেন, নাকি নতুন কেউ আসতে চলেছে। সকলের মুখেই এখন এক প্রশ্ন। আর সকলেই তাকিয়ে ভোটের দিকে। তবে একুশের নির্বাচনে এখন একটাই সুর, ‘খেলা হবে’। সেখানে শাসক থেকে শাসক বিরোধী সকলেই এক কথা বলছেন। এবার বাজারেও চলে এসেছে ‘খেলা হবে’ টি শার্ট। যার চাহিদা তুঙ্গে।

গ্রাম থেকে শহর। দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। মিটিং, মিছিলেও ‘খেলা হবে’ স্লোগান। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলেই বলছেন এক কথা। এবার ফ্যাশনেও চলে এসেছে স্লোগান। তরুণ প্রজন্মের অনেকেই এই টি শার্ট কিনে বেরিয়ে পড়ছে। পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামেও দেখা গেল এই চেহারা। যেখানে কোর্ট রোড চত্বরে লাল, নীল, সাদা, গেরুয়া সব রঙেতেই পাওয়া যাচ্ছে ‘খেলা হবে’ টি শার্ট। এখন থেকেই বোঝা যাচ্ছে কেউ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।

শেয়ার করতে:

You cannot copy content of this page