বিরামহীন বৃষ্টিতে শহরের জনজীবন কার্যত বিচ্ছিন্ন
পিনাকী চৌধুরী।। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, সঙ্গে দোসর হিসেবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে । তার ফলস্বরূপ দক্ষিণবঙ্গ নাগাড়ে বৃষ্টি হয়েছে। বস্তুতঃ গত বুধবার রাতে অতি ভারী বৃষ্টিপাত হয় শহর কলকাতায় এবং দক্ষিণ ২৪ পরগণায়। তবে বেহালায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে, ১৬৩ মিলিমিটার। বৃহত্তর বেহালায় আজ রবিবারেও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জল জমেছে ঠাকুর পুকুর, সরশুনা হাউজিং এস্টেট সহ বিজি প্রেস এলাকায়। এমনকি অনেক বাড়িতে জল ঢুকেছে। জমা জলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
বিশেষত সরশুনা হাউজিং এস্টেটের অবস্থা আরও শোচনীয়। সেখানকার একটি বড় ঝিল রয়েছে, সেটি কার্যত ভেসে গেছে। যদিও কলকাতা পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় পাম্প চালিয়ে জমা জল দ্রুত বের করে দিচ্ছে। আরও তাৎপর্যের বিষয় হল, পরিসংখ্যান অনুযায়ী সমগ্র জুন মাসে মোট ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু তার মধ্যে বুধবার রাতে এবং বৃহস্পতিবার ও শুক্রবার সর্বমোট ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ! যাকিনা একটি রেকর্ড। আজ রবিবারেও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল ২১ জুন থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।