ব্রেকিং, বম্বে হাইকোর্ট ভারভারা রাওকে ৬ মাসের জামিন দিল চিকিৎসার জন্য

বম্বে হাইকোর্ট সোমবার ৮১ বছরের ভারভারা রাওকে মেডিকেলের জন্য জামিন দিল ছয় মাসের। এলগান পরিষদ ভিমা করগাও কেসের জন্যে যিনি ২০১৮ থেকে কাস্টডিতে ছিলেন।

ভিমা কোরেগাঁও মামলায় গ্রেফতার হওয়া সমাজকর্মী ভারাভারা রাওকে এতদিন পর জামিন দিল বম্বে হাইকোর্ট। এর আগে তালোজা কারা কর্তৃপক্ষকে এলগার পরিষদ মামলার অভিযুক্ত তেলুগু কবি-লেখক ভারভারা রাওর ভিডিওর মাধ্যমে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

আদালতের তরফে এর আগে জানানো হয়, ভিডিওর মাধ্যমে শারীরিক অবস্থা মূল্যায়ন করা সম্ভব নয় আর তা নাহলে চিকিৎসকেরা তালোজা জেলে গিয়ে তাঁকে দেখে আসতে পারবেন। এরপর নভেম্বরের ১৬ তারিখ রিপোর্ট জমা করা হয়।

বিচারপতি এসএস সিন্ধে এবং মনীষ পিতালে বলেন ছয় মাস পর ভারভারা রাও ফের জামিনের আবেদন করতে পারেন, কিংবা জামিন এক্সটেনশনের জন্য আবেদন করতে পারেন। অবশ্য এই বিষয়ে ভারভারা রাও কোনো পাবলিক স্টেটমেন্ট দেননি এখনও।

শেয়ার করতে:

You cannot copy content of this page