ব্রেকিং! হোয়াটস অ্যাপ সার্ভার ডাউন সারা বিশ্ব জুড়ে
হঠাৎ করেই সারা বিশ্ব জুড়ে হোয়াটস অ্যাপ সার্ভার ডাউন। অনেককেই দেখা যাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিতে। যদিও এখনও অবধি এর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে তথ্যসূত্রে খবর, রাত ১০ টা ৩০ থেকে অনেকেই হোয়াটস অ্যাপে কোনোকিছু পাঠাতে পারছেন না। কোনো মেসেজ পাঠাতে পারছেন না।
Hey @WhatsApp, u der? pic.twitter.com/v8K6eB4v8N
— Rajasthan Royals (@rajasthanroyals) March 19, 2021
Instagram, WhatsApp, Facebook down @WhatsApp @instagram#WhatsApp #facebookdown #instagram pic.twitter.com/LOAF65YEkx
— Ary Prasetyo (@Aryprasetyo85) March 19, 2021
ডেইলি নিউজ পাইওনিয়র জানিয়েছে, হোয়াটস অ্যাপ কাজ করছে না আর সারা বিশ্ব জুড়ে।
#BREAKING: Messaging application #WhatsApp is reported to be witnessing an outage. Users online started reported problems with its services late Friday at about 10:55 pm IST. @WhatsApp pic.twitter.com/HvfWfsWoze
— The Pioneer (@TheDailyPioneer) March 19, 2021
শেষ পাওয়া খবর পর্যন্ত। এখনও হোয়াটস অ্যাপ সার্ভার ঠিক হয়নি। তবে কি কোনো সাইবার হানার আসন্ন সংকেত! কিছুটা রহস্যজনকভাবে মেসেজ ডেলিভারি বন্ধ হয়ে যায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে। কিছুক্ষণ পর ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও একই কথা পোস্ট করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়, গোটা বিশ্বে একটা বড় অংশজুড়ে স্তব্ধ হয়ে পড়েছে এই দুই জনপ্রিয় অ্যাপের পরিষেবা। তবে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মালিকানাধীন এই দুই সংস্থা এখনও পর্যন্ত পরিষেবা বিপর্যস্ত হওয়ার আসল কারণ কি জানাতে পারেননি।