ভুয়ো দারিদ্র এখন TRP, অভিযোগ ইন্ডিয়ান আইডল নির্মাতাদের বিরুদ্ধে

রিয়ালিটি শোয়ের মধ্যে প্রত্যেক প্রতিযোগীর কিছু না কিছু গল্প তুলে ধরা হয়। যা আদতে কতখানি রিয়েল? সবটাই বাস্তব নাকি সেই বাস্তবের পিছনে লুকিয়ে থাকা সত্যিটা একেবারেই অন্যরকম? এই প্রশ্নই বছরের পর বছর দর্শকদের মনে এসেছে। সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১২। কিছুদিন আগেই এই শো-য়ের প্রতিযোগী সাওয়াই ভাটের দারিদ্র্যকে টিআরপির জন্য ব্যবহার করা হয়েছে।  বর্ষীয়ান গীতিকার সন্তোষ আনন্দ মঞ্চে থেকে এই বেহাল দশা দেখিয়ে টিআরপি পাওয়া চেষ্টার অভিযোগ করা হয়। আরও একবার নতুন বিতর্ক শুরু ইন্ডিয়ান আইডল নিয়ে।

মূলত বিতর্কের কেন্দ্রবিন্দু এবার শোয়ের প্রতিযোগী সায়েলি কাম্বলে। মুম্বইয়ের টাটানগরের এই বাসিন্দা অ্যাম্বুলেন্স ড্রাইভারের মেয়ে, এবং  সে সবকিছু প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে নিজের স্বপ্নপূরণের চেষ্টা করে চলেছে সে, এরকম কথাই তুলে ধরেছেন রিয়ালিটি শোয়ের নির্মাতারা। প্রতিদিন আর্থিক অনটনের মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। তবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নজরে এসেছে সায়েলির মাস কয়েক আগের একটি ভিডিয়ো। যেখানে সুরেশ ওয়াদকরের মতো নামী শিল্পীর সঙ্গে একমঞ্চে গান গাইতে দেখা গিয়েছে সায়েলিকে।  এরপরেই শুরু হয় বিতর্ক।  ভিডিয়োটি সামনে আসতেই নির্মাতাদের উপর বেজায় চটে যান দর্শকরা। শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য দ্রারিদ্র্যকে হাতিয়ার করেছে  ইন্ডিয়ান আইডল ১২।

সুরেশ ওয়াদকারের মতো গায়কের সঙ্গে অ্যাওয়ার্ড সেরিমনির মঞ্চে গান গাওয়া মেয়ের কোনও সহায়-সম্বল নেই, সে গরীব। এটা মেনে নিতে  নারাজ দর্শকরা। এর পাশাপাশি নতুন ট্যালেন্ট তুলে ধরবার অক্ষমতা নিয়েও নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন এই রিয়ালিটি শোয়ের ডিরেক্টররা।

শেয়ার করতে:

You cannot copy content of this page