ভোটের আগে দলবদলের হিড়িকে কুমড়ো হাতে গান ‘বাংলার ক্রাশ মদনদা’র
সোশ্যাল মিডিয়ার লাইভে তিনি আসলেই হুল্লোড় পড়ে যায়। তিনি জেন ওয়াইয়ের ‘ক্রাশ’! বাংলার ক্রাশ! বেশ কয়েক সপ্তাহ ধরেই মঞ্চ কাঁপাচ্ছিলেন তিনি। সাধারণত তাঁর বলার ধরণ, রসিকতা ভরা হুমকি এখন সবার সংলাপ বললেও খুব একটা ভুল হবে না! সাধারণত রংচঙে ব্যক্তিত্ব, কিন্তু দলের কাজে এখনও তিনি অবিচল। গোটা রাজ্যজুড়ে যখন দল-বদলের ঝোড়ো হাওয়া বইছে, সেখানে মদন মিত্র এখনও দিদির পাশেই দাঁড়িয়ে আছেন। ভোটের আবহের মধ্যেই ঘাসফুল শিবিরের একনিষ্ঠ নেতা গান বাঁধলেন তাঁর ‘প্রিয় দিদি’র জন্য। যার ট্রেলার এরমধ্যেই ‘রসিক’ নেটজনতার মন কেড়েছে। হাতে কুমড়ো নিয়ে ‘দলবদলি’দের খোঁচা দিয়ে গান গাইলেন ‘বাংলার ক্রাশ মদনদা’।
এটা তো সবারই জানা নির্বাচন মানেই দেওয়াল লিখন, মাইকে প্রচার। আর এক্ষেত্রে এখন নতুন সংযোজন ভোট-স্পেশ্যাল গানের অ্যালবাম। এবার সেই পথেই পা বাড়ালেন মদন মিত্রও। হাতে ‘কুমড়ো’ নিয়ে গানের কথায় কথায় শিবির বদলকারীদের বিঁধলেন।
একটা সময় এই রাজ্যের সকলেই ‘তরমুজ রাজনীতি’র কথা শুনেছে ঠিকই, তবে কুমড়ো রাজনীতি কীভাবে সম্ভব? গানের ভিডিওয় মদন মিত্রকে গাইতে দেখা গেল, ‘বাজার থেকে কুমড়ো কিনে জিতবি বলে ভাবলি, ওহ লাভলি।’ এই শব্দমালা শুনে আর বুঝতে বাকি থাকে না যে, তৃণমূল থেকে বিরোধীপক্ষ গেরুয়া শিবিরে নাম লেখানো নেতা-মন্ত্রীদেরই তিনি আসলে কটাক্ষ করেছেন।
একুশে বিধানসভা ভোট আর বেশি দেরি নেই। তার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একে একে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, বৈশালী ডালমিয়া সহ একাধিক ব্যক্তিত্বরা। তাঁদেরই কুমড়ো, মুলো, ঢ্যাঁড়শের সঙ্গে তুলনা করে গান গাইলেন মদন মিত্র।
বিধানসভা নির্বাচনে তৃণমূলই যে বিজয় পতাকা ওড়াবে, সেই বিষয়ে ভীষণ আশাবাদী মদন মিত্র। আর সেই আশাতেই বিজেপিকে বিঁধতে গান ধরেছেন, ‘… ফেঁসে গেল কালীরামের ঢোল।’ বর্ষীয়াণ তৃণমূল নেতার কণ্ঠে এরকম গান শুনে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই বোল, “ওহ বিউটি.. বিউটি.. লাভলি!”