মমতার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করলেন আব্বাস সিদ্দিকি
রাজনৈতিক মহলে ভোট প্রসঙ্গে বারবার উঠে এসেছে নিরীহ তৃণভোজী গরুর নাম। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গরুর দুধের সোনা পাওয়ার মত আজব যুক্তি কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গরুর লাথি খাওয়ার মত’ বিরূপ মন্তব্য সবেতেই এই নিরীহ প্রাণীর চর্চা বারংবার আমরা শুনতে পেয়েছি।
এরমধ্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার রেশ ধরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) আব্বাস সিদ্দিকী মেটিয়াবুরুজের বাদামতলার এক জনসভায় বলেন যে,’মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে বলেছিলেন, যে গরু দুধ দেয়, সেই গরুর লাথি খাওয়া ভালো। তার মানে মুসলিমদের তিনি গরু হিসেবে উদ্দেশ্য করে বলেছেন। কিন্তু,মুসলিমদের ভোটের উপরেই নির্ভরশীল রয়েছেন দিদি, তাই এবার লাথি না—গুঁতিয়ে দেওয়ার দরকার আছে!’
এছাড়াও তিনি তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে লক্ষ্য করে কটাক্ষ করে বলেন যে, ববি হাকিম আন্তর্জাতিক অপরাধী। ববি হাকিম বলেছিলেন মেটিয়াবুরুজ মিনি পাকিস্তান। তিনি সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়কে নষ্ট করার জন্য দায়ী। এছাড়াও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে, ২০১১ সালের আগে তৃণমূল বিজেপি কোন কিছুরই অস্তিত্ব ছিলনা এই বাংলায়। তৃণমূল আসার পরই বাংলায় বিজেপি এসেছে। দিনদিন দলবদল এর ঘটনা প্রকাশ্যে আসছে।তৃণমূল থেকে বিজেপি তে কিংবা বিজেপি থেকে তৃণমূলে যোগদান এর ঘটনা প্রায়শয়ই শুনতে পাওয়া যাচ্ছে। রাজ্যে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্যই হিন্দু-মুসলিমের সম্পর্ক খারাপ হয়েছে।