সংসদে ইঁদুরের ‘আক্রমণ’! ভাইরাল ভিডিয়ো
তৃতীয়পক্ষ ওয়েব- একটা ছোট্ট ইঁদুর যে নাকানিচোবানি খাওয়াতে পারে সবাইকে, সেটা নতুন কিছু নয়। তবে এবার আর কারোর বাড়িতে নয়, খোদ দেশের সংসদের ভেতর। এমনিতেও আমরা জানি সংসদের ভেতর তোলপাড় হওয়া নতুন কিছু বিষয় নয়। তবে কোনও রাজনৈতিক কারণ নয়, আন্দালুসিয়ার সংসদ তোলপাড় করল এক ইঁদুর। এদিন সংসদ চলাকালীন হঠাৎ করেই সংসদে প্রবেশ করে ইঁদুরটি। ব্যস তারপরেই চেয়ার ছেড়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে দৌঁড় দেন সংসদে উপস্থিত সাংসদরা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ার স্থানীয় পার্লামেন্টে। এই ঘটনা দেখে নেটনাগরিকরা হেসে লুটোপুটি খাচ্ছেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ‘ ল মেকার’-রা একটি ইঁদুরের ভয়ে রীতিমতো লাফালাফি করছেন।
এদিন স্পিকার মার্তা বস্ফোয়েত বক্তব্য রাখার সময় প্রথম ইঁদুরটিকে লক্ষ্য করেন। প্রথমে তিনি এতই অবাক হয়ে গিয়েছিলেন যে মুখ থেকে কোনও শব্দ বার করতে পারেননি। তাঁকে এভাবে দেখে অন্যরাও অবাক হন। কিন্তু কেন এই প্রতিক্রিয়া দিচ্ছেন মার্তা, তা বুঝতে একটু সময়ই লেগেছিল সকলের। এরপর নজরে আসে ইঁদুরটির ওপর। ইঁদুরটি কোথায় যায়, মার্তার নজর তখন ছিল সেই দিকেই।
আন্দালুসিয়া প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভোট দেওয়ার কথা ছিল সংসদের সকল সদস্যদের। সেই সময়ই এই ইঁদুরটির আগমন ঘটে। ইঁদুরটি আকারে বেশ বড় ছিল এবং চেয়ার-টেবিলে লাফালাফি করছিল, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। পরে অবশ্য ইঁদুরটি চলে গেলে সংসদের কাজ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়োটি নিয়ে হাসাহাসি শুরু করেছেন সকলেই।