সদ্যোজাত শিশু বদলের ঘটনায় বিক্ষোভ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে
দেবস্মিতা ঘোষ : মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেলের মাতৃমা বিভাগের কর্মীদের বিরুদ্ধে সদ্যোজাত শিশু বদলের অভিযোগ উঠল।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মালদার কালিয়াচক থানার জালালপুরের বাসিন্দা রবি চৌধুরীর স্ত্রী চুমকি চৌধুরীর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তারপর সদ্যোজাতটির শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় অক্সিজেন ভেল্টিলেশনে রাখা হয়। এরপর রাত ন’টা নাগাদ পরিবারের লোককে জানানো হয় যে, তাদের ঘরে শিশুকন্যা জন্ম নিয়েছে এবং একটি কন্যা সন্তান প্রসূতিকে দেওয়া হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, যেখানে মা ও শিশু সুরক্ষা কার্ডটিতেও পুত্র সন্তান জন্ম দেওয়ার কথা লেখা রয়েছে,সেখানে কীভাবে মাত্র দুই ঘন্টার মধ্যে কন্যা সন্তান জন্ম নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়? প্রসূতির পরিবারের লোকজন এরপরই বিক্ষোভ দেখান হাসপাতাল চত্বরে। হাসপাতাল থেকে দেওয়া কন্যা সন্তান না নিয়ে পরিবারের সদস্যরা মেডিকেল কর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। মেডিকেলের কর্তারা সেই অভিযোগের ভিত্তিতে তাদের ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন ।