সুপারিশ কমিটির প্রস্তাবে নূন্যতম বাসভাড়া
পিনাকী চৌধুরী।। পেট্রল, ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির দরুণ আমজনতা তো বটেই, এমনকি বাস মালিকদেরও মাথায় হাত! বিশেষত ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির কারণে পুরানো ভাড়ায় বাস চালাতে অপারগ বাস মালিকদের সংগঠন। এদিকে করোনা পরিস্থিতির কারণে বাস ভাড়া বাড়িয়ে সাধারণ নিত্যযাত্রীদের ওপর আর চাপ বাড়াতে চায় না রাজ্য সরকার। তবে এই দুয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সম্প্রতি উদ্যোগী হয়েছে নবান্ন। বস্তুতঃ তাঁরা বেসরকারি বাসের ভাড়া পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে। সব দিক বিবেচনা করেই সেই সুপারিশ কমিটি মূলত দূরত্বের ভিত্তিতে আনুপাতিক হারে বাস ভাড়া বাড়ানোর জন্য সুপারিশ করেছে। কিন্তু কেমন হবে সেই বাস ভাড়া ? জানা গেছে, নতুন প্রস্তাব অনুযায়ী বাসে উঠলেই প্রথম ৩ কিলোমিটারের জন্য ৮ টাকা হবে নূন্যতম ভাড়া ( বর্তমানে বাসে উঠলেই প্রথম ৪ কিলোমিটারের জন্য যাত্রীদের ৭ টাকা ভাড়া দিতে হয় )।
নয়া সুপারিশে তারপর নির্দিষ্ট দূরত্বের ভিত্তিতে সুনির্দিষ্ট টাকার গুণিতকে পরবর্তী ভাড়া ধার্য করা হবে। যেমন ধরুন, নতুন সুপারিশ অনুযায়ী , ৩ – ৭ কিলোমিটার দূরে যেতে যাত্রীদের ১০ টাকা ভাড়া গুনতে হবে। আবার ৭- ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হতে পারে ১২ টাকা। অনুরূপভাবে ১০-১৫ কিলোমিটার দূরে যেতে যাত্রীদের ১৫ টাকা ভাড়া দিতে হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিক গাড়ির রোড ট্যাক্স এবং অতিরিক্ত কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। এই জুলাই মাসে রাজ্যে বিধিনিষেধ শিথিল হয়েছে, তবে রাজপথে বেসরকারি বাস তুলনায় কিছুটা হলেও কম চলাচল করছে । তবে এই বাস ভাড়া বৃদ্ধির সম্পূর্ণ বিষয়টাই এখন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্ভর করছে, তিনি এখন সুপারিশ কমিটির প্রস্তাবে সিলমোহর দেন কিনা, এখন সেটাই দেখার ।