১০০ বিলিয়ন ক্লাব থেকে ছিটকে গেলেন আম্বানি!

তৃতীয়পক্ষ ওয়েব- অ্যালেন মাস্কের একদিনের রেকর্ড কামাইয়ের কাছে হেরে গেলেন আম্বানি! ১০০ বিলিয়ান ক্লাব থেকে ছিটকে গেলেন তিনি।

টেসলার শেয়ার রেকর্ডে পরিমাণ বৃদ্ধির ফলে এইমুহূর্তে সবচেয়ে ধনী হয়ে উঠেছেন অ্যালেন মাস্ক। এই মুহূর্তে তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ বিলিয়ন ডলারে। যা খুব তাড়াতাড়ি হয়তো মোট সম্পদের ক্ষেত্রে বিশ্বের প্রথম ধনী হিসেবে ১ ট্রিলিয়ন ছুঁয়ে ফেলবেন। যদিও আমেরিকার এই ধনকুবের পরস্পর লাভের মুখ দেখছেন, তখনই অন্যদিকে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির দিন বেশ কিছুটা খারাপ চলছে। শেয়ার পতনের জেরে এবার ১০০ বিলিয়ন ক্লাব থেকেও ছিটকে গিয়েছেন মুকেশ।

এশিয়ার ধনীদের তালিকায় এখনও প্রথম স্থানে মুকেশ আম্বানি থাকলেও, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, গত কয়েকদিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২.৮৫ নেমে এসেছে। অন্যদিকে সময় ভালো চলছে ভারতের দ্বিতীয় বড় ধনকুবের গৌতম আদানির।  বিশ্বের সেরা ধনীদের তালিকায় এক স্থান ওপরে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন স্পেনের আমানসিও ওর্তেগাকে। বিশ্বের সেরা ধনীদের তালিকায় আদানির স্থান ১৩ তম।

তবে বিশ্বের সেরা ১০ ধনীদের তালিকা এখনও আমেরিকার হাতে। বিশ্বের সেরা ১০ ধনীর মধ্যে ৯ জনই আমেরিকান। এই তালিকায় একমাত্র অমার্কিন ব্যবসায়ী হলেন তৃতীয় স্থানে থাকা বার্নার্ড আর্নল্ট। বিশ্বের বৃহত্তম বিলাসবহুল পণ্য কোম্পানি LVMH Moët Hennessy এর চেয়ারম্যান বার্নার্ডের সম্পদের পরিমাণ ১৬৪ বিলিয়ন ডলার। এছাড়া প্রথম স্থানে রয়েছেন অ্যালেন  মাস্ক, দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। চতুর্থ স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পঞ্চম স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

শেয়ার করতে:

You cannot copy content of this page