১৫ জানুয়ারি পর্দা উঠছে ‘বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর

তৃতীয়পক্ষ ওয়েব- পর্দা উঠতে চলেছে ‘বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২২’-এর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ শ্লোগান নিয়ে আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আসর।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঢাকা, বাংলাদেশে অনুষ্ঠিত একটি দ্বিবার্ষিক চলচ্চিত্র উৎসব। ১৯৯২ সালে প্রথম উৎসবটি শুরু হয়। প্রথমদিকে উৎসবটি বার্ষিক ভিত্তিতে আয়োজিত হতো, কিন্তু ১৯৯৫ সালে থেকে উৎসবটি দ্বিবার্ষিকভাবে আয়োজন করা হচ্ছে। এটি বাংলাদেশে সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব, স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের মূলধারার বিশ্ব চলচ্চিত্রে পরিচয় করিয়ে দিতে পাশাপাশি বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির প্রচারে উৎসবটি নিবেদিত হয়।

আজ মঙ্গলবার অফিশিয়াল পোস্টার রিলিজের পাশাপাশি উদ্যোক্তারা জানালেন উৎসব শুরুর নির্ঘন্ট। বরাবরের মতো ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানই থাকছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিন উৎসবের অফিশিয়াল ফেসবুক থেকে জানানো হয় যে, আগামী ১৫ জানুয়ারি শুরু হতে চলেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসর, শেষ হবে ২৩ জানুয়ারি।

২০২১ এর উৎসবে মোট ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হইয়েছিল। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন এবং শিল্পকলার নন্দন মঞ্চে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়েছিল।

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে  বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল ২০ জানুয়ারি বিকেল ৪টায়। এই সেমিনারে আসাদুজ্জামান নূর এমপি, বিচারপতি রিফাত আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী শর্মীলা ঠাকুর, ধৃতমান চ্যাটার্জীসহ আলোচিত ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছিলেন।

দীর্ঘ ২৯ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগ। ২০২১-এর উৎসবে প্রথম সংযুক্ত হয়েছিল ‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড’ এবং ‘ট্রিবিউট’ নামে আরও দু’টি নতুন বিভাগ। ফের একবার চলচ্চিত্র জগতের নামীদামী পরিচালকদের নিয়ে সংগঠিত হতে চলেছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। তবে এই চলচ্চিত্র উৎসবে কোন কোন দেশের কতগুলো চলচ্চিত্র এবার স্থান পাচ্ছে, কারা থাকছেন বিচারকমণ্ডলীতে- সবকিছুই ধীরে ধীরে জানানো হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তারা।

তথ্য ও ছবি- ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল

 

 

শেয়ার করতে:

You cannot copy content of this page