বিশাল যজ্ঞের আয়োজন মুখ্যমন্ত্রীর বাড়িতে

নির্বাচনী ঘন্টা বাজার আর কিছুক্ষণের অপেক্ষা।  তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিশাল যজ্ঞের আয়োজন। এর মূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ সকাল থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হুলুস্থুলুস। ব্যস্ততা তুঙ্গে। ভোটের মুহুর্তেই যজ্ঞের আয়োজন করতে দেখা গেল মুখ্যমন্ত্রীর বাড়িতে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিয়োয় দেখা গেল সেই যজ্ঞে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আহুতি দিতে। যা তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কোভিডের কথা মাথায় রেখে আমন্ত্রিতের সংখ্যাতেও দেখা গেল কমতি।

তবে মুখ্যমন্ত্রীকে কোথাও নজরে পড়েনি এই ভিডিয়োয়। কালীঘাটের বাড়িতে এর আগেও বিভিন্ন পুজোর আয়োজনে হাত লাগাতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। পরিবারের মঙ্গল কামনায় যে এই যজ্ঞ করা হয়। তা সকলেই বলছেন।

প্রসঙ্গত, কয়লা কাণ্ডের  জেরে অভিষেকের বাড়িতে সিবিআই হানার পর উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তার মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে নির্বাচনের সময়সূচী। সেখানে দাঁড়িয়ে এই যজ্ঞ অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ছবি-ফেসবুক

শেয়ার করতে:

You cannot copy content of this page