বৃদ্ধা ডাক্তারের পাশে থাকার জন্য আরেক ডাক্তারের মানবিক আহ্বান

বিখ্যাত গায়নোকোলজিস্ট ডাঃ কৃষ্ণা গুপ্তা’র পাশে থাকার জন্য মানবিক আহ্বান জানালেন হার্ট স্পেশালিস্ট ডাক্তার, কবি এবং সমাজকর্মী ডাঃ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। গতকাল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সকলকে পাশে থাকার আহ্বান জানান। ডাঃ কৃষ্ণা গুপ্তা বিগত বেশ কিছুদিন ধরে একাকী শুধু নয়, অসুস্থ এবং শয্যাশায়ী। ডাঃ চ্যাটার্জির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিখ্যাত ডাক্তার ও গাইনোকলজিস্ট ডঃ কৃষ্ণা গুপ্তা বেশ কিছুদিন ধরে অসুস্থ।সুগার,স্ট্রোক ও অন্যান্য অসুখে জর্জরিত,কাবু‌।মন পুরোপুরি সচল।এখন, আপাতত, দক্ষিণেশ্বর আদ্যাপিঠ আশ্রমের আশ্রয়ে আছেন। দোতলায় একটি ছোট ঘরে শয্যাশায়ী। ওষুধ,পথ্য অপ্রতুল।সারা জীবন বহু মানুষের সেবা করেছেন,বহু মা ও মেয়েদের উচ্চ মানের চিকিৎসা করেছেন। বিনিময়ে …??!আজ ভাঁড়ে মা ভবানী।” তাঁর ফেসবুক মাধ্যম থেকে একটি পোস্ট মারফৎ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এই মানবিক আবেদনে পাশে থাকলাম আমরাও।

শেয়ার করতে:

You cannot copy content of this page