দিনহাটায় পতাকা লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় গুরুতর জখম হলেন এক বিজেপি কর্মী
দিনহাটা, দেবস্মিতা ঘোষ: দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাইশগুড়ি গ্রামে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় গুরুতর জখম হয়ে বিজেপির এক কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে আপাতত চিকিৎসাধীন।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা জানিয়েছেন,আজ সকালে বিজেপি কয়েকজন কর্মী ভোটের প্রচারের জন্য পতাকা লাগাতে যান বাইশগুড়ি গ্রামে। তখনি তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা বিজেপি কর্মীদের উদ্দেশ্যে গুলি,তির নিক্ষেপ করতে শুরু করে। এছাড়া বিজেপি কর্মীদের সাইকেল ভাঙচুর করে তারা। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মতে, তাদের বিরুদ্ধে করা বিজেপিদের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। বিজেপিদের নিজেদের গোষ্ঠী কোন্দলের দায় তাদের ওপর চাপানো হচ্ছে। তবে, বিজেপির ২২/ ২৩ জেড পি মণ্ডলের সভাপতি বলেছেন,এরকম সন্ত্রাস পুনর্বার ঘটলে প্রশাসন যদি যথোপযুক্ত ব্যবস্থা না নেন তবে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।