দিনহাটার পর ফের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার শালবনিতে
এবার শালবনিতে মিলল বিজেপি কর্মীর মৃতদেহ। আগামীকাল বাংলায় প্রথম ভোট, তার আগেই শালবনির বাগমারি গ্রামে উদ্ধার হল বিজেপি কর্মীর মৃতদেহ। এর জেরে গোটা অঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম লালমোহন সোরেন। বিজেপি থেকে অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার তৃণমূলের দুষ্কৃতিরা ওই কর্মীকে খুন করে গাছে ঝুলিয়ে রাখে।
এদিন সকাল বেলা গ্রামবাসীরা ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায়। এদিকে বুধবারই দিনহাটার পশু হাসপাতালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একইরকম ভাবে শালবনিতে উদ্ধার হল আরেকজন। শনিবার প্রথম দফার ভোট শুরু পশ্চিমবঙ্গে।
প্রসঙ্গত তথ্যসূত্রে খবর, কিছুদিন আগেই বিয়ে হয়েছিল লালমোহনের। গত চারদিন ধরে তাঁর ঘর তালা বন্ধ। প্রতিবেশীরা ভেবেছিলেন মা ও বউকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছেন। শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পড়শিরা পাশের গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে খবর দিয়েছেন।এদিন ঘটনাস্থলে যান মেদিনীপুরের বিজেপি প্রার্থী সমিত দাস। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গলমহলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই কাণ্ড করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। তিনি বলেছেন, “ ঠিক কী কারণে এই মৃত্যু সেটাই এখনও খতিয়ে দেখা হয়নি। ওই যুবক তো আত্মহত্যাও করতে পারে। তার আগে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হচ্ছে। ভোটের আগে মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে। এইসব রাজনীতি বন্ধ করা হোক। পুলিশ ঘটনা অনুসন্ধান করুক।”