মাথাভাঙ্গায় তৃণমূলের দলীয় পতাকা পোড়ানোর অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে
মাথাভাঙ্গা, দেবস্মিতা ঘোষ:
রাজ্য এবং রাজনীতি এখন উথাল পাথাল। গোটা দেশ তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের দিকে। প্রত্যেকটা দল তার নির্বাচনী প্রচারে জোর লাগিয়ে দিয়েছে। কেউ এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। প্রথম দফা ভোটের পর এখন সামনেই দ্বিতীয় দফা ভোটের শুরু। আর এই দফা ভোটের আগে আবারো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠলো। তৃণমূল কংগ্রেসের দাবী, তাদের পতাকা পোড়ানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ সকালে মাথাভাঙ্গার সিতাই রোড এর পাগলা পীর এলাকায়। যার জেরে দলীয় কর্মীরা আজকে প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ করেন।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, সোমবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শীতলকুচি ব্লকের পাগলা পীর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা খুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আজ সকালে এই ঘটনা লক্ষ্য করে দলীয় কর্মীরা প্রতিবাদ জানায়। এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করবে বলে পুলিশ আশ্বাস জানিয়েছে।