বলিউডে ফের মৃত্যুশোক! হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা অমিত মিস্ত্রী

কিছুতেই যেন মৃতুশোক কাটিয়ে উঠছেনা বলিউড ইন্ডাস্ট্রি। গতকাল সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোরের মৃত্যুর কিছু ঘন্টা কাটতে না কাটতেই সংবাদ এলো আর এক শিল্পী অভিনেতার মৃত্যু সংবাদ। চলে গেলেন বলিউডের অভিনেতা অমিত মিস্ত্রী। আজ শুক্রবার সকালে হার্ট অ্যাটাকে মারা গেলেন হিন্দি টেলিভিশন এবং চলচ্চিত্রের এই অভিনেতা।

কয়েকমাস আগেই আমাজন প্রাইমের হিট শো ‘বন্দিস ব্যান্ডিটস’-এ দেখা গিয়েছিল তাঁকে। ২০০৪ সাল থেকে তিনি সিনে অ্যান্ড টেলিভিশন অ্যাসোশিয়েশনের সদস্য ছিলেন। বলিউডে তাঁর অভিনীত সিনেমা গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ক্যায়া ক্যাহনা, এক চাল্লিশ কি লাস্ট লোকাল, ৯৯, শোর ইন দ্য সিটি, ইয়ামলা পাগলা দিওয়ানা, অ্যা জেন্টেলম্যানের মতো প্রচুর বলিউড ছবিতে অভিনয় করেছেন গুজরাতি এই অভিনেতা।

হিন্দী ছবির পাশাপাশি গুজরাতি ছবি ও থিয়েটারেও অভিনয় করতেন অমিত। রূপোলি পর্দার সঙ্গে ছোটপর্দাতেও নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ৯০-এর দশকে সোনি সাবের ‘তেনালি রামা’, এবং ‘সাত ফেরো কি হেরা ফেরি’ ধারাবাহিকে অমিত মিস্ত্রীর প্রাণোচ্ছ্বল অভিনয় মনে রাখবে দর্শক।

অমিত মিস্ত্রীর এই আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

শেয়ার করতে:

You cannot copy content of this page