করোনা কেড়ে নিল জি ২৪ ঘন্টার এডিটর অঞ্জন বন্দ্যোধ্যায়কে
দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিক জীবনের ইতি। করোনা কেড়ে নিল সাংবাদিক, এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। গত ১৪ এপ্রিল কোভিড সংক্রমণ নিয়ে ভরতি হয়েছিলেন কলকাতার এক বেসরকারি হসপিটালে। তার পর সেরেও উঠেছিলেন। এরপর ফিরে এসেছিলেন বাড়িতে। কিন্তু তার একদিন পর ফের জ্বর আসে তাঁর। হাসপাতালে থাকাকালীন ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। প্রথমে ভেন্টিলেশন, পড়ে একমো দেওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের হাতের বাইরে চলে যায় সব। সেখানেই রাত ৯টা ২৫-এ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অঞ্জন বন্দ্যোপাধ্যায়।
বাংলা সাংবাদিকতার এক আলাদা মাত্রা ছিল অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ভাষার অলংকরণ, তাঁর সংবাদ পরিবেশন সবার কাছে প্রিয় হয়েছিলেন তিনি। একটা গোটা প্রজন্মের কাছে নিজেকে করে তুলেছিলেন আইকন। সবাইকে শেখাতেন কীভাবে লিখবে, কীভাবে বলবে। সাংবাদিকতাকে নিয়ে গিয়েছিলেন এক অন্য মাত্রায়। আজ সেই অঞ্জন বন্দ্যোপাধ্যায় চলে গেলেন না ফেরার দেশে।
ছবি সৌজন্য- ফেসবুক