করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গ নিয়ে দ্বিমত
পিনাকী চৌধুরী।। করোনা ভাইরাসের সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, বস্তুতঃ এই প্রতিবেদন লেখার সময় সারা দেশের নিরিখে দ্বিতীয় তরঙ্গ বেশ স্তিমিত হয়েছে। ভারতের দৈনিক সংক্রমণ চল্লিশ হাজারের নিচে নেমে গেছে, আমাদের পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে গেছে ! করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটাও বেশ খানিকটা কমেছে । তবে এই সময়ে ঢিলেঢালা মনোভাব দেখালে চলবে না । যথাযথভাবে শারীরিক দূরত্ব বিধি মেনেই এবং অবশ্যই মুখে মাস্ক পরে কাজ করতে হবে। তবে অনেকেই এখন প্রমাদ গুনছেন COVID 19 এর তৃতীয় তরঙ্গ নিয়ে ! আদৌও কি তৃতীয় তরঙ্গ আসবে ? আর এলেও কবে নাগাদ আসবে ? সংক্রমণের গ্রাফ পুনরায় উর্দ্ধমুখী হবে আবার ? এইসব প্রশ্ন আমজনতার মুখে মুখে ঘুরছে ।
সম্প্রতি এসবিআই রিসার্চের প্রকাশিত ‘COVID 19, রেস টু ফিনিশিং লাইন’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের থেকেও প্রায় ১.৭ গুণ মারাত্মক হতে চলেছে তৃতীয় তরঙ্গ ! কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি ? প্রতিবেদনে বলা হয়েছে যে, বেশি মাত্রায় টিকাকরণ কর্মসূচির মাধ্যমে এই মারণ ভাইরাস সংক্রমণের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে। বলা হয়েছে, অগাষ্ট মাসের মাঝামাঝি সময়ে দেশে তৃতীয় তরঙ্গ আছড়ে পড়তে পারে, আর সেপ্টেম্বর মাস নাগাদ সংক্রমণের তীব্রতা অনেক বেশি হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আমাদের দেশে আপাতত ৪.৬% মানুষ সম্পূর্ণ টিকাকরণের আওতায় এসেছেন এবং ২০.৮% মানুষ কেবলমাত্র একটি ডোজ পেয়েছেন, যা কিনা ভারতবর্ষের মোট জনসংখ্যার তুলনায় নগণ্য ! তবে তৃতীয় তরঙ্গ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে করোনার ডেল্টা প্লাস প্রজাতির জন্য !
মারাত্মক সংক্রামক এই ডেল্টা প্লাস প্রজাতির করোনা ভাইরাস , যাকিনা এখনও পর্যন্ত দেশের ১২ টি রাজ্যে সন্ধান পাওয়া গেছে। তবে অপর একটি সূত্র মতে তৃতীয় তরঙ্গ তেমন মারাত্মক আকার ধারণ করবে না। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ( ICMR ) সমীক্ষা অনুযায়ী করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গ দ্বিতীয় তরঙ্গের তুলনায় কম ভয়াবহ আকার ধারণ করবে। বস্তুতঃ গাণিতিক মডেলের ভিত্তিতে এই অনুমান করেছে আইসিএমআর । সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে , একাধিক শর্তের ওপর নির্ভর করছে এই তৃতীয় তরঙ্গ । ICMR এর সমীক্ষা অনুযায়ী অদূর ভবিষ্যতে এই তৃতীয় তরঙ্গে নতুন কোনো ভ্যারিয়েন্ট আসতে পারে। যা কিনা অতি সংক্রামক। সমীক্ষায় আরও দাবি করা হয়েছে যে, তৃতীয় তরঙ্গকে প্রভাবিত করতে পারে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস স্ট্রেন ।