বড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের! ডিএ বাড়ল ১১ শতাংশ!
তৃতীয়পক্ষ ওয়েব ডেস্ক- এবার বড়ো খবর এলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কার্যকর করা হল মহার্ঘ ভাতা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত। ১৭ শতাংশ থেকে বেড়ে হল একলাফে কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশানভোগীদের ডিএ ২৮ শতাংশ। এই বছর ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে এই বর্ধিত হারের ডিএ।
প্রসঙ্গত জানুয়ারি ২০২০তে মহার্ঘভাতা বাড়ার কথা ছিল ৪ শতাংশ। ফের একবার জুনে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলা হয়। ২০২১ সালের জানুয়ারিতে আরও একবার ৪ শতাংশ ভাতা বৃদ্ধি করা হয়েছে। এরই সম্মিলিত রাশি হল ২৮শতাংশ।
উল্লেখ্য যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী মুদ্রাস্ফীতির হার অনুসারে মহার্ঘভাতা নির্ধারিত করা হয়। সারা দেশজুড়েই এই মুহূর্তে মুদ্রাস্ফীতি চলছে, দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ যাতে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের গায়ে না লাগে, সেই কারণেই ডিএ দিতে সরকার এখন দায়বদ্ধ। সাধারণত শহর, শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল, এই তিন ভাগে কর্মীদের ভেঙে নিয়ে ডিএ নির্ণয় করা হয়। এক্ষেত্রে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারী কর্মীদের কাছে বড়ো সুখবর।