আর মাত্র ২ দিন, শেষ মুহুর্তেও বন্ধ হয়ে যেতে পারে অলিম্পিকস!
তৃতীয়পক্ষ ওয়েবডেস্ক- পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট, বাকি আর মাত্র ২ দিন। কিন্তু তার মধ্যেও গোলযোগ। করোনা সংক্রমণের জেরে যদি শেষ মুহুর্তে বন্ধ হয়ে যায় অলিম্পিকস, এতে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনটাই দাবি করছেন টোকিও ২০২০ এর আয়োজক কমিটির প্রধান। কারণ অ্যাথলিটদের মধ্যে কোভিড পজিটিভ রয়েছেন বেশ কয়েকজন।
যার ফলে উদ্বোধনী অনুষ্ঠান যতটা সম্ভব কম আড়ম্বর ভাবে করা হবে। সেখানে উপস্থিত থাকবেন জাপানের সম্রাট। এদিন সংবাদ সম্মেলনে তোশিরো মুটো বলেছিলেন যে তিনি সংক্রমণ সংখ্যার দিকে নজর রাখবেন এবং প্রয়োজনে অন্যান্য আয়োজকদের সঙ্গে যোগাযোগ করবেন। ‘করোনভাইরাস মামলার সংখ্যার ব্যাপারটা কী হবে সেটি আমরা অনুমান করতে পারি না। সুতরাং মামলার বিষয়ে যদি কিছু বাড়তে থাকে তবে আমরা আলোচনা চালিয়ে যাব’।
সংবাদসূত্রে খবর, করোনভাইরাস পরিস্থিতির ভিত্তিতে আবার পাঁচদলীয় বৈঠক করা হবে। এই মুহুর্তে, করোনাভাইরাস কেসগুলি বাড়তে পারে বা পড়তে পারে, তাই পরিস্থিতি দেখা দিলে কী করা উচিত তা নিয়েই সকলের চিন্তা। টোকিওতে বাড়ছে কোভিড সংক্রমণ এবং তাই অলিম্পিক গেমস দর্শকদের ছাড়াই অনুষ্ঠিত হবে।