ইম্যানুয়েল ম্যাক্রঁ-র ফোনে আড়ি পাতা হয়নি, পর্দাফাঁস করল এনএসও গ্রুপ
তৃতীয়পক্ষ ওয়েব- পেগাসাস নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। সেখানে স্বস্তিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। সাফ সাফ এ কথা জানিয়ে দিলেন ইজরায়েলের সাইবার সিকিউরিটি সংস্থা এনএসও গ্রুপ।
সাংসদে বাদল অধিবেশন শুরুর ঠিক আগের দিনই সামনে আসে পেগাসাস কাণ্ডের কথা। দেশের রাজনৈতিক নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাংবাদিক, শিল্পপতি সহ প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে পেগাসাস স্পাইওয়্যার-এর সাহায্যে। মঙ্গলবার সামনে আসে পেগাসাসের শিকার হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁও। তাঁর ফোনেও নাকি আড়ি পাতা হয়েছিল।
ফ্রান্সের প্রেসিডেন্টের গোপনীয়তা বিষয়টি সামনে আসতেই “রিপোর্টারস উইদাউট বর্ডারস”-র পক্ষ থেকে ইজরায়েলের কাছে পেগাসাস প্রযুক্তি বিক্রি বন্ধের আবেদন জানানো হয়। তারপর এনএসও গ্রুপের মুখ্য কমপ্লায়েন্স অফিসার চাইম গেলফান্ড একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমরা নির্দিষ্ট ও নিশ্চিতভাবে বলতে পারি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ পেগাসাসের শিকার হননি’।
এনএসও জানিয়েছে, মোট ৪৫টি দেশের সঙ্গে তাদের চুক্তি রয়েছে এবং প্রতিটি চুক্তির ক্ষেত্রেই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রকের অনুমতি নিতে হয়। এই সংস্থার অন্যতম নিয়ম হল, তাদের গ্রাহকদের পরিচিতি সকলের সামনে না আনা। যদিও ফরবিডেন স্টোরিজ দাবি করেছে, পেগাসাস ব্যবহারকারীর তালিকায় রয়েছে ভারত, বাহরেইন, মেক্সিকো, মরক্কো ও সৌদি আরবের মতো দেশগুলি।