শুরু হলো টোকিও গেমসের উদ্বোধনী অনুষ্ঠান

তৃতীয়পক্ষ ওয়েব- কোভিড-১৯ এর কারণে এক বছর পিছিয়ে গিয়েছে অলিম্পিক। আজ টোকিও অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো বিকেল ৪.৩০টায়। করোনার কারণে এ বারের উদ্বোধনী অনুষ্ঠান অন্যবারের মতো জাঁকজমকপূর্ণ হচ্ছে না।

সংক্রমণের ভয়ে অধিকাংশ দেশেরই অ্যাথলিট সরে দাঁড়িয়েছেন ওপেনিং থেকে। ১২৭ জনের টিম নিয়ে অলিম্পিক গিয়েছে ভারত। যার মধ্যে মাত্র ২২জন অ্যাথলিটকে দেখা যাবে টোকিও গেমসের অনুষ্ঠানিক উদ্বোধনে।

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ২২জন অ্যাথলিটের পাশাপাশি উপস্থিত থাকবেন ৬ কর্তাও।

শেয়ার করতে:

You cannot copy content of this page