অলিম্পিকে প্রথম পদক ভারতের, রুপো পেলেন মীরাবাই চানু

তৃতীয়পক্ষ ওয়েব- টোকিও অলিম্পিকের আজ প্রথম দিন। তবে আজ বেশ কয়েকটি বিভাগে পদকের সম্ভাবনা জোরালো রয়েছে ভারতের। যার মধ্যে প্রধান রয়েছে শ্যুটিং ও তীরন্দাজি। মেয়েদের ৪৯ কেজি বিভাগে রুপো পেলেন ভারতীয় ভারোত্তলক মীরাবাই চানু। অন্যদিকে শরথ কমল-মনিকা বাত্রাও রয়েছেন অপেক্ষায়। আজ দেখার কটি পদক পেতে পারে ভারত। ভারতের সবার নজর থাকবে সেদিকেই। অন্যদিকে অলিম্পিকে প্রথম সোনা জিতল চিন। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা চিনের। হকিতে প্রথম ম্যাচ জিতেই নজর কাড়লেন রুপিন্দর পাল সিংরা।

ভারতকে টোকিও অলিম্পিক থেকে প্রথম পদক এনে দেওয়ায়, মীরাবাই চানুকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলসে জয় হল মনিকার। ব্যাডমিন্টনে মেনস ডাবলসে প্রথম ম্যাচে চিনা তাইপেই ইয়াং লি ও লি-লিন ওয়াং জুটিকে ২১-১৬, ১৬-২১, ২৭-6y২৫ গেমে হারালেন ভারতের সাত্বিকরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠী জুটি।

অন্যদিকে হতাশ করলেন সৌরভ। ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে ৭ নম্বরে শেষ করলেন সৌরভ চৌধুরি। ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফাইং রাউন্ডে ৫৮৬ পয়েন্ট অর্জন করে ফাইনালে ওঠা সৌরভ ফাইনালে ১৩৭.৪ পয়েন্ট অর্জন করে ভারতের দ্বিতীয় পদক জয়ের আশা শেষ করলেন।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page