অবশেষে The ‘unfilmable’ সায়েন্স ফিকশন আসতে চলেছে স্ক্রিনে
হ্যাঁ ঠিক পড়ছেন। আইজ্যাক আসিমভ। যিনি বিখ্যাত তাঁর সায়েন্স ফিকশনের জন্য। কিন্তু সেই সায়েন্স ফিকশন বানানোর সাহস হয়ে ওঠেনি কোনোদিন বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনেরও।
তবে এবার সেই অবিশ্বাস্য কাজটি ঘটতে চলেছে। এমনটাই জানিয়েছেন নীল আমস্ট্রং তাঁর এক লেখায়। বিবিসি’তে প্রকাশিত সেই খবরের সূত্র অনুসারে, খুব শীঘ্রই দর্শকদের সামনে আসতে চলেছে এই কাজ।
বেশ কিছু সাগা, পিরিয়ড, সেঞ্চুরিকে নিয়ে লেখা সায়েন্স ফিকশনগুলিকে ধরা হবে ছোট ছোট গল্পে। আসিমভ নিজেও চান এই পোট্রে কে ভবিষ্যতের একটা বড়ো সিভিলাইজেশন হিসেবে দেখাতে। একজন ম্যাথমেটিশিয়ান এর গল্প দেখানো হবে। ১০০০ বছর আগের এক চেজ গেম কীভাবে বদলে দেবে সব, এই নিয়েই প্লট। ৪ বছরের পরিশ্রম এবার দেখা যাবে ১০টি এপিসোডে। জেরড হ্যারিস এবং লি পেস থাকছেন এতে। যা অ্যাপল টিভি প্লাস-এ প্রিমিয়ার করা হবে।
ছবি এবং তথ্য- বিবিসি নিউজ