প্রজাপতি ঘেরা গরিলার ছবি পেল বিশ্বজোড়া খ্যাতি

তৃতীয়পক্ষ ওয়েব- গরিলার মুখ জুড়ে কি সুন্দর প্রশান্তি। যেন ব্রহ্মান্ডের সমস্ত সুখের ঠিকানা তাঁর কাছ। যেন প্রশান্তির সংজ্ঞা খুঁজে পেয়েছে সে। সম্প্রতি এরকমই একটি ছবি সেরা নির্বাচিত হলো ২০২১ সালের নেচার কনজারভেন্সি ফটো প্রতিযোগিতায়।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের এক অরণ্যে প্রজাপতি ঘেরা এই গরিলার ছবিটি সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। বিজয়ী হয়েছেন অনুপ শাহ্। ছবিটির শিরোনাম ‌হলো ‘মালুই’। ১৫৮টি দেশ থেকে পাঠানো এক লক্ষ ছবির মধ্যে এই ছবিটিই সেরা হিসেবে বিবেচিত হয়।

 পুরষ্কার হিসেবে ৪০০০ ডলার মূল্যের একটি ক্যামেরা প্যাকেজ পাবেন ব্রিটিশ ফটোগ্রাফার অনুপ শাহ্‌

মূলত  দ্য নেচার কনজারভেন্সি একটি পরিবেশবাদী সংস্থা। বিশ্বের ৭২টি দেশে এটি তৎপর। মাটি এবং জলের ওপর যে জীবন নির্ভর করে, তাকে রক্ষা করাই এই প্রতিষ্ঠানের কাজ। এই প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করে।

ছবি এবং তথ্যসূত্র-বিবিসি নিউজ

শেয়ার করতে:

You cannot copy content of this page