জানেন কি পৃথিবীর সবচেয়ে ভয়ংকর গুহা হ্যাংসন ডুং!
তৃতীয়পক্ষ ওয়েব- ভিয়েতনামের কোং বিন প্রদেশের বো টাচ জেলায় এই গুহা অবস্থিত। ১৯৯১ সালে গুহাটি আবিষ্কৃত হয়। হো-খানহ নামে এক ব্যক্তি এই গুহা আবিষ্কার করেন।
গুহার সবচেয়ে বড় কক্ষটি ২০০ মিটার উচ্চ এবং ১৫০ মিটার চওড়া, যা মোট ৫.৬ কিলোমিটার। হ্যাংসন ডুং গুহাটি আবিষ্কারের ফলে পৃথিবীর সবচেয়ে বৃহৎ গুহা হিসেবে মালয়েশিয়ার ডির গুহাটি প্রথম স্থান দখল করে নেয়।
এই গুহার মধ্যে জলের ফোয়ারা ছাড়াও রয়েছে একাধিক জঙ্গল। দূর থেকে দেখতে হ্যাংসন ডুংকে দোতলা বাসের মতো দেখতে। যে কারণে হ্যাংসন ডুং অতি আকর্ষণীয় গুহা হিসেবে বিবেচিত। প্রথম দিকে এ গুহা এলাকার দিকে স্থানীয় লোকজন আসতে ভয় পেত, কারণ তারা এই গুহা থেকে নদীর উচ্চস্বরে শব্দ শুনতে পেত। এটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়। কারণ এই গুহাটি অত্যন্ত ভয়ানক। এখানে পৃথিবীর মারাত্মক সব জীবজন্তু ও পোকামাকড়ের আবাস।
জার্মানির এক ফটোগ্রাফার ক্যারিস্টেন ২০১০ সালে ছবি তোলার জন্য গুহার ভেতরে প্রবেশ করেন। তিনি গুহা থেকে বাইরে এসে বলেন, তিনি সেখানে দুই সপ্তাহ ছিলেন, তিনি সেখানে ঘুমানোর সময় স্লিপিং ব্যাগে ঘুমাতেন, ছবি তোলায় ব্যস্ত থাকতেন সবসময় এবং তার মনে হতো পৃথিবী থেকে আলাদা জায়গায় চলে এসেছেন।