PM Modi on Farm Law: মোদি সরকার বাতিল করল তিন কৃষি আইন
তৃতীয়পক্ষ ওয়েব- গুরুনানক জয়ন্তীতে দেশবাসীর উদ্দেশে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। বিতর্কিত তিন কৃষি আইন(Farm Laws) প্রত্য়াহারের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন, আজ গুরুনানকের জন্মবার্ষিকী। আমরা বরাবরই কৃষকদের সুবিধার কথা ভেবেই কাজ করেছি। কৃষকদের মঙ্গল কামনা করে এই কৃষি আইন আনা হয়েছিল। বহু চেষ্টা করেও কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। তাই আমরা এই তিন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
People celebrate at Ghazipur border with ‘Jalebis’ following PM Narendra Modi’s announcement to repeal all three farm laws. pic.twitter.com/pr6MgsQDmV
— ANI (@ANI) November 19, 2021
গুরুনানক জয়ন্তীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেড় বছর পর করতারপুর করিডর খুলে যাওয়ায় আনন্দ প্রকাশ করেন। এদিন গুরু নানকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “গুরুনানকজী বলেছিলেন সেবাই আমাদের জীবনের ধর্ম। আমাদের সরকারও এই কথা মেনেই চলে। বছরের পর বছর ধরে দেশের ছেলেমেয়েরা যে স্বপ্ন দেখেছিল, আজ সেগুলি পূরণ করার চেষ্টা করছে সরকার।”
কৃষকদের নিয়ে কথা প্রসঙ্গে এরপর জানান, “পাঁচ দশকের এই জীবনে কৃষকদের পরিশ্রম, নানারকম প্রতিবন্ধকতাকে খুব কাছ থেকে দেখেছি। সেই কারণেই দেশবাসীরা যখন আমায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেন, তখন আমাদের প্রধান গুরুত্ব ছিল কৃষি বিকাশ ও কৃষক কল্যাণ। দেশের অধিকাংশ মানুষের কাছেই এই কথাটি অজানা , আমাদের দেশের ১০০ জন কৃষকের মধ্যে ৮০ জনই ছোট কৃষক। তাদের কাছে দুই হেক্টরেরও কম জমি রয়েছে। এই কৃষকদের সংখ্যা ১০ কোটিরও বেশি। তাদের পুরো জীবন জুড়ে এই ছোট্ট জমির ভরসাতেই তাদের জীবন অতিবাহিত হয়। কৃষকদের মঙ্গল কামনাতেই সয়েল হেলথ কার্ড, ইউরিয়া, উন্নত মানের বীজ প্রদান করে সাহায্য করেছি। ফসল বীমা যোজনার অধীনে আনা হয়েছে কৃষকদের।”
তবে শুধু আইন বাতিলই করেননি, প্রধানমন্ত্রী মোদি কৃষকদের জন্য বাজেটমুক্ত কৃষি কর্মসূচির ঘোষণাও করেন। এই বিষয়ে, ‘ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি এবং চাষের সময়কে বৈজ্ঞানিক পদ্ধতিতে বদল আনা সহ একাধিক বিষয়ে উন্নয়নের লক্ষ্যেই একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকবেন এর সঙ্গে। কৃষক, কৃষিবিজ্ঞানী সহ বিভিন্ন গবেষকরা থাকবেন এই প্রকল্পে।’
ছবি সূত্র- ট্যুইটার