ফিঙ্গার পয়েন্ট

সোমনাথ বেনিয়া

১.
ছোটো বলে ঊহ‍্য নয়
সাতপাক অপরিহার্য বন্ধনের রূপকথা
নজর পড়লে বিড়াল চোখের পাথর, ধাতুময়
ঈর্ষাকাতর নয়, বরং আদরের শীর্ষকথা
সাংকেতিক ভাষা সম্পর্কের ইতিকথা
মেদহীন সঞ্চালন অবারিত প্রায় …
২.
আগুনে পুড়ছে দুটো হৃদয়
ইচ্ছের ক্রোড়পত্রে জন্ম নিচ্ছে শমীবৃক্ষ
অচেনা পথের পাশে গন্তব‍্যের মাইলস্টোন
দর কষাকষির ভিতর মৃদু হাসি
তরঙ্গের উপর তরঙ্গের ওভার ল‍্যাপ
কত প্রিয় নাম, নামহীন
আন্তরিক আহ্বানে প্রতি ঋতুই বসন্ত …
৩.
অভিমানী যৌনতা ঝরা ফুল
আশ্চর্য গন্ধ মাটির উপর শ্বাসমূল
স্পর্শ করলে সমস্ত অভিধান শীৎকার
আবহসংগীতে ভাঙা স্বরলিপি
জন্মের প্রয়োজনে মিলনের দ‍্যুতিক্ষেত্র
লাল রিপুর নির্দেশনামা
প্রথম দু-ঘরে শূন‍্যের কাজ শুরু …
৪.
সাহস কাকে বলে, ঔদ্ধত‍্য
প্রতিপক্ষের কাছে চ‍্যালেঞ্জ, রিং-মাস্টার
সব আহ্বান বিপ্রতীপে যায় না
শৈশবের খেলনা, অদৃশ‍্য ট্রিগার
যৌবনে নেশাকে দেয় প্রশ্রয়, স্টাইল
প্রতিবাদের ভাষাকে দেয় ক্ষমতা
সরল চলন, বক্রীতে আসন্ন সংঘাত …
৫.
যেন ধীরমতি অহংকার …
ভালোতে উপরে, খারাপে নিচে
মগডালে বিষ পরিহাসে
বুক দিয়ে আগলে রাখে সংসার
নমনীয়, সংবেদনশীলতায় নতজানু
মেনে নেওয়ার রীতিতে সময়ে কঠিন
স্বভাবে প্রপিতামহ, বংশসূচক …

শেয়ার করতে:

You cannot copy content of this page