WhatsApp Privacy Update: থার্ড পার্টি অ্যাপ ব্লক করবে WhatsApp

তৃতীয়পক্ষ ওয়েব- সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ লঞ্চ করতে চলেছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে সেই সকল অ্যাপ ব্লক করে দেওয়া হবে, যাদের ব্যবহার করে WhatsApp-এর লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস চেক করা হয়। হোয়াটস অ্যাপ প্রাইভেসি বজায় রাখার জন্যই ব্লক করতে চলেছে এই ধরনের সকল থার্ড পার্টি অ্যাপ।

ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই সকল থার্ড পার্টি অ্যাপ WhatsApp ইউজারদের সমস্যায় ফেলার চেষ্টা করে। যার ফলে ইউজারদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য WhatsApp ব্লক করে দেবে এই সকল থার্ড পার্টি অ্যাপ।

হোয়াটস অ্যাপ তার ইউজারদের সুরক্ষার জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ফিচার। এর মাধ্যমে হোয়াটস অ্যাপ-এর ইউজাররা তাদের পছন্দ মতো অপশন বেছে নিতে পারে। প্রোফাইল পিকচার, লাস্ট সিন, অনলাইন স্টেটাস ইত্যাদি নিজেদের পছন্দ মতো নির্দিষ্ট ব্যক্তিদের থেকে লুকিয়ে রাখা সম্ভব। ইউজারদের সবথেকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সবসময় কাজ করে চলেছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page