ফেরালেন ১১৪ বছরের পুরনো ইতিহাস, রেকর্ড গড়লেন অশ্বিন

চিপকের মাঠে দুরন্ত নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ভারতকে বেকায়দায় দেখালেও বল হাতে সেই অশ্বিনই ফেরালেন একশো বছরেরও পুরনো ইতিহাসকে। এক অনন্য নজির দেখল গোটা মাঠ।

প্রথম ইনিংসের থেকে ২৪১ রানে এগিয়ে এদিন ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে, সেখানে বিরাট কোহলি নতুন বল তুলে দেন রবিচন্দ্রন অশ্বিনের হাতে। এরপর অশ্বিন ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই আউট করেন ব্রিটিশ ওপেনার ররি বার্নসকে। বল সোজা রাহানের হাতে ধরা দিলে সাজঘরে ফেরেন ইংল্যান্ড ক্রিকেটার বার্নস।

এদিন ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়া মাত্রই অসাধারণ এক রেকর্ডের অধিকারী হয়ে ওঠেন অশ্বিন। কারণ গত ১১৪ বছরে অশ্বিনই একমাত্র স্পিনার, যিনি টেস্ট ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিলেন। অবশ্য তাঁর আগে এই কৃতিত্ব দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বার্ট ভোগলার। ১৯০৭ সালে তিনিও একই কাণ্ড ঘটিয়েছিলেন।

ক্রিকেট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের ববি পীলের নামে। তিনি ১৮৮৮ সালে নজির গড়েছিলেন প্রথম বলে উইকেট নিয়ে।

তবে টেস্ট ক্রিকেটে প্রথম বলে উইকেট নেওয়া পেসারের সংখ্যা নেহাত কম নয়। যদিও স্পিনাররা নতুন বলে বল করলে একেবারে ইনিংসের প্রথম বলে কোনও স্পিনার উইকেট নিয়েছেন, এমন নজির খুব বেশি পাওয়া যায়নি। ভারতের অশ্বিন সেই এলিট ক্লাবে নিজের নাম লিখিয়ে ফেললেন। উজ্জ্বল করলেন ভারতের নাম।

শেয়ার করতে:

You cannot copy content of this page