উত্তাল শ্রীলঙ্কা, প্রেসিডেন্টের বাড়ির বাইরে জ্বলে উঠল আগুন

তৃতীয়পক্ষ ওয়েব- তীব্র আর্থিক সঙ্কটের সম্মুখীন দেশ৷ বিদ্যুৎ নেই, জ্বালানি নেই,  এমনকি ফুরিয়ে আসছে খাদ্য সামগ্রীও৷ এহেন পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভাঙল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বাসিন্দাদের৷ গতকাল রাতে গোটাবায়া রাজাপক্ষের বাসভবনের বাইরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ৷ সবার মধ্যে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা, জ্বলে ওঠে আগুন৷

এদিন বিক্ষোভকারীদের কোনওমতে ঠেকিয়ে রাখে পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷ রাজধানীর বিভিন্ন জায়গায় জারি করা হয় কার্ফু৷অবশ্য ভোরের দিকে কার্ফু প্রত্যাহার করা হয়৷ মোট পয়তাল্লিশ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এদিন৷ বিক্ষোভে আহত হয়েছেন পাঁচ পুলিশকর্মী৷ কিছু গাড়িতেও আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা৷

প্রসঙ্গত, উত্তর, দক্ষিণ এবং মধ্য কলম্বোর পাশাপাশি নুগেগোডা, মাউন্ট লাভানিয়ার মতো এলাকায় কার্ফু জারি করতে হয়৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা গেছে, প্রেসিডেন্ট রাজাপক্ষকে পাগল বলে তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন৷ অধিকাংশের দাবি, রাজাপক্ষ এবং তাঁর পরিবারের যে যে সদস্য বিভিন্ন পদ ধরে রেখেছেন, তাঁদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে৷

স্বাধীনতার পর থেকে এরকম ভয়াবহ আর্থিক সঙ্কটে কখনও পড়েনি শ্রীলঙ্কা৷ জরুরি খাদ্য সামগ্রী, তেল, গ্যাসের জন্য হাহাকার তৈরি হয়েছে গোটা দেশে৷ মূলত গত কয়েক সপ্তাহ ধরেই ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি৷ আর্থিক সঙ্কট এমন পর্যাযে পৌঁছেছে যে জ্বালানির আমদানিও করতে পারছে না শ্রীলঙ্কার সরকার৷ ফলে দেশ জুড়ে একটানা ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না৷

গোটা দেশজুড়ে করোনা অতিমারির ধাক্কা, সরকারের রাজকোষে অর্থের অভাব এবং বৈদেশিক মুদ্রার ভান্ডার প্রায় সত্তর শতাংশ খালি হয়ে যাওয়ায় এরকম জটিল অর্থনৈতিক সঙ্কটে পড়েছে দ্বীপ রাষ্ট্রটি৷এছাড়া ভুল সময়ে কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় শ্রীলঙ্কা আর্থিক ক্ষতির মুখে। এই সঙ্কট থেকে দেশ কবে বেরিয়ে আসবে, সেই আশায় দিন গুনছেন শ্রীলঙ্কার প্রত্যেক মানুষ৷

 

শেয়ার করতে:

You cannot copy content of this page