Roddur roy: মিলল না জামিন
তৃতীয়পক্ষ ওয়েব- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করায় ইউটিউবার রোদ্দুর রায়কে আগামী ১৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল কোর্ট।
এদিন আদালত চত্ত্বরে রোদ্দুর রায়কে দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। কিছু সংগঠনের সদস্যরাও হাজির হয়েছিলেন যাঁরা রোদ্দুরের বিরোধীতা সরব হয়েছিলেন। কিন্তু, অনেকটাই ভিড় ছিল এই ইউ টিউবারের ‘ফ্যান বেস’-এর। এদিন আদালত চত্বরে জমা হয়েছিল রোদ্দুর ভক্তরা। কোর্টে প্রবেশের আগে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।
প্রসঙ্গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করেন ইউটিউবার রোদ্দুর রায়। এর পরপরই কলকাতার একাধিক থানায় তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে প্রথমে ১২০বি, ৪১৭, ১৫৩,৫০১,৫০৪,৫০৫,৫০৯ ধারায় মামলা দায়ের হয়। এর সঙ্গে যুক্ত হয় ১৫৩এ, ৪৬৫, ৪৬৭, ৪৬৮,৪৬৯ ধারা অর্থাৎ সম্মানহানি, অশালীন মন্তব্য,বিদ্বেষমূলক,অপরাধমূলক ষড়যন্ত্র,ঘৃনা প্রদর্শন সহ একাধিক ধারাতে মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে মঙ্গলবার গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিস। এদিন বুধবার রাতে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। আজ বৃহস্পতিবার পেশ করা হয় ব্যাঙ্কশাল কোর্টে।
আরও পড়ুন- Roddur Roy: গালিগালাজ করেই লক্ষ লক্ষ টাকা!
এদিকে রোদ্দুর রায়ের গ্রেফতারি নিয়ে শোরগোল পড়ে যায় নেট জগতে। দু’ভাগে বিভক্ত হয়ে যায় নেটদুনিয়া। এর কারণ, একদিকে যেমন অনেকেই রোদ্দুর রায়ের ভাষার বিরোধিতা করেছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যাও কম নয়। আজ রোদ্দুর রায়কে দেখতে আদালত চত্বরে উপচে পড়ছিল ভিড়। সেই ভিড় সামাল দিতেই হাসফাঁস অবস্থা হয় পুলিশ কর্মীদের। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল গোটা আদালত চত্বর। রোদ্দুর রায়ের ধারে কাছেও কেউ যাতে ঘেঁষতে না পারে, সেই মোতাবেক জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আদালত চত্বরে ছিল শুধু একটাই আলোচনা ছিল আজ “রোদ্দুর রায়”। আইনজীবীরা তো বটেই, ক্লার্ক থেকে শুরু করে যাঁরাই এসেছেন আদালতে, প্রত্যেকেই রোদ্দুর রায়কে একবার চোখের দেখা দেখার জন্য দাঁড়িয়েছেন। এছাড়া আদালত চত্বরে দেখা যায় কয়েক শো ইউটিউবারকেও। কেউ কেউ বললেনও, ‘একঘন্টার ওপর হয়ে গেল, কাউন্টারে একটাও লোক নেই’। সবাই রোদ্দুর রায়কে দেখার জন্য ভিড় জমিয়েছেন। সবার হাতে মোবাইল। কেউ দোতলা থেকে দেখছেন তাঁকে। রোদ্দুর রায়কে মোবাইলবন্দি করার জন্য পুলিসের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েছেন কেউ।
এদিন মামলার শুনানির সময় বেশ উত্তেজনা দেখা যায় এজলাসের ভেতর। দু’পক্ষের বাক বিতণ্ডায় হাততালি দিতে থাকেন প্রচুর রোদ্দুর রায়ের সমর্থক। রোদ্দুর রায়কে হাত নাড়তে নাড়তে বেরোতে দেখা যায় এজলাস থেকে।