coke studio bangla

ভেস্তে গেল কোক স্টুডিও বাংলার কনসার্ট

তৃতীয়পক্ষ ওয়েব- ঝড় বৃষ্টির কারণে পিছিয়ে দেওয়া হলো বহু প্রতীক্ষিত কোক স্টুডিও বাংলার কনসার্ট। বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করা হয়। তথ্য সূত্রে খবর, এদিন ভীষণ বৃষ্টি শুরু হওয়ায় কনসার্টের জায়গায় জল জমে যায়।

প্রসঙ্গত এরপর শোয়ের সময় পিছিয়ে দেওয়া হলেও, খারাপ আবহাওয়ার দরুণ এখনও তা স্থগিত রয়েছে। এদিন দুপুর দেড়টা নাগাদ গেট খুলে দেওয়ার কথা ছিল। সকাল থেকে ঢাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। তাই বৃষ্টির জেরেই নির্দিষ্ট সময়ে গেট খোলা সম্ভব হয়নি। এরপরেই Coke Studio বাংলার ফেসবুক পেজে লেখা হয়, “আবহাওয়ার প্রতিকূলতার কারণে আমরা পাঁচটায় গেট ওপেন করতে পারছি না। অনুগ্রহ পূর্বক আরও একটু অপেক্ষা করুন।” এরপর বিকেল পাঁচটা নাগাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় যে বৃষ্টির জেরে ওই কনসার্ট স্থগিত করতে হচ্ছে। গোটা স্টেডিয়ামে জল জমে গিয়েছে। এছাড়া হুড়মুড়িয়ে স্টেজও ভেঙে পড়েছে। এরপরে Coke Studio বাংলা-র পেজ থেকে জানানো হয় যে, যদি বৃষ্টি কমে তাহলে রাত আটটা থেকে শুরু হবে ওই কনসার্ট।

coke studio bangla

ওই কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে জেমস, মমতাজ, মিজান, অর্ণব, পান্থ কানাইদের। এছাড়া ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট এবং জালালি সেটের মতো ব্যান্ডেরও পারফর্ম করার কথা রয়েছে এই শোতে। এর পাশাপাশি, ফিফা ওয়ার্ল্ড কাপের এক ঝলক দেখা যাওয়ার কথা এই কনসার্টে। তবে বাংলাদেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্মি স্টেডিয়ামের এই কনসার্ট আদৌ হবে কিনা সে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর চলছে বাংলাদেশে। সেই উপলক্ষ্যে ঢাকায় তারকাখচিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে কনসার্টটি দেখার জন্য অগ্রিম টিকিট বুক করেছেন হাজার হাজার মানুষ। বৃষ্টি মাথায় নিয়েও ভিড় জমিয়েছেন অনেকেই। তবে এই শো যে বাতিল হতে পারে, তা ভাবতে পারছেন না কেউই। জনপ্রিয় সংগীত শিল্পী অর্ণব ফেসবুকে লেখেন, “দেরি হলেও, শো হবে।”

ছবি- ফেসবুক

শেয়ার করতে:

You cannot copy content of this page