ভারতের ধনীতম মহিলা, দু বছরে সম্পত্তির পরিমাণ বেড়ে পঁচানব্বই কোটি

তৃতীয়পক্ষ ওয়েব- সাবিত্রী জিন্দল। ইনি হলেন ভারতের ধনীতম মহিলা! স্বামীর মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব হাতে তুলে নেন তিনি। স্বামী ওম প্রকাশ জিন্দল ‘জিন্দল গ্রুপের’ প্রতিষ্ঠাতা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। জিন্দল গ্রুপ ভারতের ইস্পাত ও শক্তি ক্ষেত্রে অন্যতম বড় সংস্থা। ওপি জিন্দল হরিয়ানা সরকারের মন্ত্রী এবং হিসার নির্বাচনী এলাকা থেকে হরিয়ানা বিধানসভার সদস্য ছিলেন।

স্বামী ওম প্রকাশ জিন্দলের মৃত্যুর পর সাবিত্রীই ব্যবসার দায়িত্ব হাতে নেন। যে বয়সে অবসরের পরিকল্পনা করেন মানুষ, সেই বয়সে এসে তিনি শিখে নেন ব্যবসার মারপ্যাঁচ শিখতে শুরু করেন।তিনিই আজ ভারতের ধনীতম মহিলা।

সাবিত্রী জিন্দল কলেজে পড়েননি। স্বামীর মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব নিয়ে, গত ২ বছরেই তাঁর মোট সম্পদ, প্রায় ৯৫ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। হিসেব বলছে, গত ২ বছরে তাঁর মোট সম্পদ ৩ গুণেরও বেশি বেড়েছে। ২০২০ সালের ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২২ সালে তা ১৭.৭ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে।

ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছর ধরেই তিনি ভারতের ধনীতম মহিলা। ভারতের সবচেয়ে ধনী মহিলা তালিকায় তাঁর পরেই রয়েছেন বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার। বিশ্বব্যাপী বিলিয়নেয়ার তালিকায় ২০২০ সালে ৩৪৯ নম্বরে ছিলেন সাবিত্রী জিন্দল। সেখান থেকে ২০২২ সালে ১২৬ নম্বরে উঠে এসেছেন তিনি।

শেয়ার করতে:

You cannot copy content of this page