১৫তম রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু! দিলেন স্বপ্নপূরণের বার্তা
তৃতীয়পক্ষ ওয়েব- ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়ে দ্রৌপদী মুর্মু বলেন, “এটিই প্রমাণ যে দরিদ্ররাও স্বপ্ন দেখতে পারে এবং তাঁদের স্বপ্ন পূরণও করতে পারে’। প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ আরও একবার প্রমাণ করে দিল ভারতীয় গণতন্ত্রের নজিরবিহীন শ্রেষ্ঠত্ব।
এদিন সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। প্রথম আদিবাসী মহিলা হিসেবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন দ্রৌপদী। শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন দ্রৌপদী মুর্মু।
এদিন শপথপর্বে দ্রৌপদীর পরণে কী ধরনের শাড়ি থাকবে, সে নিয়ে চর্চা ছিলই। রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সময় বছর চৌষট্টির দ্রৌপদী সনাতনী সাঁওতালি শাড়িই বেছে নিয়েছিলেন। শাড়িটি নিয়ে এসেছিলেন তাঁর নিকট আত্মীয় সুকরি টুডু।
আদিবাসী উপজাতী সমাজের অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছেন দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তিনি বলেন, “আমি আদিবাসী সমাজের অন্তর্গত, এবং আমি ওয়ার্ড কাউন্সিলর থেকে আজ ভারতের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছি। এটাই ভারতের মাহাত্ম্য। ভারত মাতার জয়।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। রাষ্ট্রপতি হিসেবে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫,৪০,৯৯৬ টি ভোটের। দ্রৌপদী তৃতীয় রাউন্ড গণনার পরেই পেয়ে যান ৫,৭৭,৭৭৭ ভোট। ওড়িশার ময়ূরভঞ্জের সাঁওতাল পরিবারের সন্তান দ্রৌপদীর জয়ের পরই উৎসবে মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষরা।