ঘরোয়া কন্ডিশনারে হোক বাজিমাৎ
আমাদের চুলে স্বাভাবিক তেল থাকে। শ্যাম্পু করলে সেই তেল বেরিয়ে যায়। তাই শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করলে মোলায়েমভাব ফিরে আসে। বাজারে প্রাপ্ত কন্ডিশনার ছাড়াও অনেক ঘরোয়া কন্ডিশনার তৈরি করা যায়।
- ১ চামচ ভিনিগার, ১ চামচ ক্যাস্টর অয়েল, ১ চামচ ব্রাহ্মী, ১ চামচ গ্লিসারিন মিশিয়ে মাথায় লাগান।
- চুলে মধু ও অলিভ অয়েল মিশিয়ে লাগান। গরম জলে তোয়ালে মিশিয়ে ভাপ নিন। লালচে চুল হলে চলবে না।
- দই, মধু ও গ্লিসারিনের মিশ্রণটি চুলে উপকার দেয়।
- খুব অয়েলি চুলে মেহেন্দি জলে গুলে লাগাবেন।
- হেনা, পাতিলেবুর রস ও চায়ের লিকার চুল উজ্জ্বল করে।
- সাধারণ চুলে শিকাকাই, আমলকী ও দইয়ের প্যাক লাগান।