গুচ্ছ কবিতা।। রুমা ঢ্যাং অধিকারী
জিভে এই প্রেম করেছে যে’জন
কোনো কথা বলতে গেলে কথাতেই অধিকতর আশকারা দিয়ে
জং ধুয়ে রাখার প্রচেষ্টা। জিভে এই প্রেম করেছে যেজন
সেই কী সর্বান্তঃকরণে খিদের গ্যালাক্সি থেকে নেমে
—-মনের সাথে দানাদার খায় ?
মিষ্টিসিজম নিয়ে ধারণাগুলো
কর্ণের চাকার পাশে আহত
একদিন জানো, খুলে রেখেছিলাম কুয়াশা দিকের বন্ধ জানালাটা
তারপর…
—গেয়ে উঠলাম
—নেচে উঠলাম
—সাজিয়ে রাখলাম ধোঁয়ার নহর। বাকি যেসব আখেরের নিঃশ্বাস
বর্তমানের ঝালরে তারাই উপস্থিত করে গেল
সতীন
পুতুল বিয়ে
একটা রোবোট-পুতুলের বিবাহ
মেধার আশ্চর্য গলনাঙ্কযুক্ত
বাতাসের স্পাই অবশিষ্ঠ সাজায়, সাজায় জোড়াপায়রা
প্রতারক হিসাবে এখানে নিশ্চিত ঝুলে থাকবে
ভিজে দেশলাইবাক্স
মন অক্ষর পড়তে জানলেও
তোমার জিভের কাছে এসে সে দেখবে—
যাবতীয় মরাকোষ
বানিয়েছে আদিসংঘ
সমন্বয়
নাহ, খননের লীলাভূমিতে সব কোকিল এখনও বাসন্তিক!
শুধু খোয়াবনামার ট্রান্সফারেবল কার্যালয়
বদলে ফ্যালে আগাম কবিতার সমন্বয়
ময়ূর যার হোস্ট
সেই ধূসর মেঘের বাজার ফেরা নক্ষত্রটি, প্রিয়জনের জন্য
দূর থেকে নহবত সাজায়, একা
ঘুম ছিঁড়ে, ঘুমের প্রস্তাব
এঁটে রাখে চোখের মরুস্নানে
হ্যাঁ, তোমাকেই তো দেখছিলাম বিগত উইকেটের পাশে পড়ে থাকা বাঁশি
ঝড়ের মীমাংসায় পড়ে
ভুলে যাও সন্তরণ
প্রত্যাশাকে বধির করে
তুমি, কতটা যাপনে আর কতটা ললন্তিকায়!
এই চরম আর্দ্রতার দিনে হাতে স্টিয়ারিঙের ল্যাঙ্গুয়েজ
অথবা ভুলে যাওয়া ব্রেক
ঘরের ফাটা দেয়াল এবং অভিমানের বরফ সাইনিং
এই তো বেশ…
এই কার্তিকে মেঘ জমলেও হৃদয়ের গ্রাভিটি কেমন যাপনীয়