spiderman

৪৮ তলায় উঠলেন বৃদ্ধ! সিনেমার স্পাইডারম্যান বাস্তবে

তৃতীয়পক্ষ ওয়েব- বছর ৬০-এর বৃদ্ধ। তরতরিয়ে দেওয়াল বেয়ে উঠছেন। ভিডিও দেখে সকলের ভিরমি খাওয়ার জোগাড়। তবে এই প্রথমবার নয়। এর আগেও তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

তবে ভিডিও ভাইরাল হতেই পুলিশ গ্রেফতার করে তাঁকে। কিন্তু কেন এরকম করেন তিনি?

প্যারিসের এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় । তথ্যসূত্রে খবর অনুসারে তার ৬০ তম জন্মদিন উদযাপন করার জন্য অনন্য উপায় অবলম্বন করেছেন তিনি।  ওই ব্যক্তির নাম অ্যালান রবার্ট।  তিনি কোনও দড়ি বা অন্য কিছুর সাহায্য ছাড়াই একটি ভবনের ৪৮ তলায় উঠে পড়েন । অ্যালানকে মানুষ ফ্রান্সের স্পাইডার-ম্যান হিসেবে চেনেন।


বহুবার এমন কীর্তি করেছেন রবার্ট। এবার তার ৪৮ তলায় পৌঁছতে সময় লেগেছে মাত্র ৬০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা।  তিনি বলেন, ‘আমি আমার জন্মদিন স্মরণীয় করে রাখতে ৪৮ তলা ভবনে কোন কিছুর সাহায্য ছাড়াই উঠেছি। এটা আমার কাছে সেরা এক রোমাঞ্চ”।

রবার্ট বিশ্বজুড়ে বহুতলে ওঠার জন্য সুপরিচিত। দুঃসাহসিক কাজগুলির মধ্যে রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফার চূড়ায় ওঠা। তবে তিনি সাধারণত কোনও অনুমতি ছাড়াই তার স্টান্টগুলি করেন, আর তার জন্য বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page