হাত পায়ের লাবণ্য ফিরিয়ে আনুন দ্রুত, রইল টিপস
চোখের আবেদন, মুখের সৌন্দর্য সবই ঠিকমতো কার্যকরী হয় যদি আপনার হাত ও পা কোমল ও পরিষ্কার থাকে। রোমশ, খসখসে, ট্যান পড়ে যাওয়া হাত কখনই আপনাকে সৌন্দর্যের সেরা আসনে বসতে দেবে না। তাই দ্রুত সমাধান পেতে মেনে চলুন এই টিপসগুলি-
- স্নানের সময় ভাল করে হাত ও পায়ের স্ক্রাবিং করুন, দুধ বা দইয়ে চালের গুঁড়ো বা ডালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাবিং করুন।
- অনেকের হাত খুব খসখসে হয়। তারা আলু সেদ্ধ করে তার খোসা ঘষে নিন।
- হাত শুকনো খটখটে হলে স্নানের আগে নারকেল তেল লাগিয়ে রাখুন, এরপর লেবুর রসে বা চায়ের লিকারে চিনি দিয়ে কনুইতে ঘষতে থাকুন।
- ২ টেবিল চামচ বেসন, ১ চা–চামচ হলুদের গুঁড়ো, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এরপর হাত ও পায়ে লাগিয়ে নিন এবং ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। দু’বার ব্যবহার করলে হাত–পায়ের কালো দাগ দূর হবে।