priyanka

পুজোয় পথ শিশুদের নিয়ে উদ্যোগপতি প্রিয়াঙ্কার অভিনব পদক্ষেপ

তৃতীয়পক্ষ ওয়েব- কলকাতার বুকে অভিনব পদক্ষেপ উদ্যোগপতি প্রিয়াঙ্কার। গত বুধবার, ২৮ সেপ্টেম্বর, তৃতীয়ার দিনে এসি বাসে অনাথ পথ শিশুদের নিয়ে প্যান্ডেল ভ্রমণ করালেন তিনি। সেই সঙ্গে শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে তাদের বস্ত্র ও খাবার সামগ্রীও বিতরণ করেন তিনি। প্রিয়াঙ্কা-র এই উদ্যোগে সঙ্গী হয়েছিলেন অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জী-ও।
যে পাঁচটি প্যান্ডেলে শিশুদের নিয়ে যাওয়া হল, তা নিম্নরূপ-
১। সমাজসেবী সংঘ
২। ত্রিধারা
৩। চেতলা অগ্রণী
৪। সন্তোষ মিত্র স্কোয়ার
৫। এফডি ব্লক
দেখে নিন ওই দিনের কিছু মুহূর্ত….

শেয়ার করতে:

You cannot copy content of this page