হোয়াটস অ্যাপে গ্রহণ
তৃতীয়পক্ষ ওয়েব- সূর্য গ্রহণের আগে গ্রহণ লাগল হোয়াটস অ্যাপে। ভারত সহ বিশ্বের একাধিক দেশে স্তব্ধ হোয়াটস অ্যাপ পরিষেবা। প্রায় ঘণ্টাখানেক ধরে হোয়াটস অ্যাপে কোনো মেসেজ বা ছবি যাওয়া আসা করছে না। এরমধ্যেই ট্যুইটারে এই বিষয়ে ট্রেন্ডিং শুরু হয়েছে। এখনও পর্যন্ত #whatsappdown এই হ্যাসট্যাগে ৬৩ হাজারের বেশি ট্যুইট হয়েছে।
ডাউন ডিটেক্টরের তথ্য অনুসারে ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে সারা দেশজুড়ে হোয়াটস অ্যাপ অচল হয়ে পড়েছে। হিটম্যাপ মতে বেঙ্গালুরু, দিল্লি, নাগপুর, লখনৌ, হায়দারাবাদ, চেন্নাই, কলকাতা এবং মুম্বাই সহ দেশের বিভিন্ন শহরে এই পরিষেবা স্তব্ধ রয়েছে।
People Coming to Twitter to see if WhatsApp is down#WhatsappDown pic.twitter.com/eGi25KiQhU
— Bella Ciao (Chai) (@punjabiii_munda) October 25, 2022
ভারত ছাড়াও বিশ্বের একাধিক দেশে হোয়াটস অ্যাপ স্তব্ধ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইংল্যান্ড, ইটালি, তুরস্ক প্রভৃতি দেশের নাগরিকরাও জানিয়েছেন হোয়াটস অ্যাপ পরিষেবা কাজ করছে না। দুপুর ১২.৫৮ পর্যন্ত ডাউন ডিটেক্টরে ২৭,৮৫৬ জন এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। হোয়াটস অ্যাপের পক্ষ থেকে জানানো প্রযুক্তিগত সমস্যার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব আমরা পরিষেবা চালু করার চেষ্টা করছি।