‘অবসর নিচ্ছি না’ ভক্তদের স্বস্তি দিলেন মেসি!
তৃতীয়পক্ষ ওয়েব- কাতার বিশ্বকাপের শেষ হওয়ার কিছুদিন আগে থেকেই জল্পনা শোনা যাচ্ছিল এটাই তার শেষ ম্যাচ। তবে সেসব জল্পনায় জল ঢেলে লিওনেল মেসি জানিয়ে দিলেন যে, এখনই দেশের জার্সিতে অবসর নিচ্ছেন না তিনি। আরও ম্যাচ খেলতে চান আর্জেন্টাইন মহাতারকা।
দেশকে বিশ্বকাপ জয় এনে দেওয়ার পর আর কি বাকি থাকতে পারে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে মেসি নিজের মাথায় এখনো একটি রেকর্ড টার্গেট করে রেখেছেন। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে ৯৮টি গোল করেছেন লিওনেল মেসি। ফুটবল বিশ্বের ইতিহাসে তৃতীয় ফুটবলের হিসেবে দেশের জার্সিতে ১০০ টি গোল করার রেকর্ডটিই মাথায় ঘুরছে হয়তো।
প্রসঙ্গত, এইমুহূর্তে রোনাল্ডোর আন্তর্জাতিক গোল সংখ্যা ১১৯। মেসি তার থেকে আপাতত ২১ টি গোলে পিছিয়ে রয়েছেন। মেসির বিশ্বকাপ জয়ের পর অনেকেই হয়তো রোনাল্ডোকে আর সর্বকালের সেরা ভাববেন না। কিন্তু যারা দিনের পর দিন ফুটবল চর্চা করেন, তারা জানেন যে পর্তুগালকে রোনাল্ডো কোথা থেকে কোথায় এনেছেন।
মেসি আর্জেন্টিনার হয়ে খেলার শুরু করার আগেই আর্জেন্টিনার ঘরে ছিল ২টি বিশ্বকাপ সহ ১৭টি ট্রফি। মেসির সময়ে সেই সংখ্যা পৌঁছে গেছে ২০ তে। আপাতত দেখার, কতদিনে মেসি তার রেকর্ডের কাছাকাছি পৌঁছতে পারছেন। ফুটবলপ্রেমীদের আরও কি উপহার দেন ফুটবলের মসিহা।