নিরাপত্তা সুনিশ্চিত করতে মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে ক্ষমতায়ন করল হাওড়া পুলিশ
স্নেহাশিস সিংহ : শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার ‘তেজস্বিনী’ নামে অভিনব উদ্যোগ নিল হাওড়া পুলিশ। এই কর্মসূচির আওতায় স্কুল ও কলেজের মেয়েদের যে কোন সম্ভাব্য বিপদ থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে সজ্জিত করার জন্য কারাতে প্রশিক্ষণ প্রদান করা হয়।
‘তেজস্বিনী’ কর্মসূচিতে ইতিমধ্যেই শহরের চারটি বিভিন্ন স্কুল-কলেজের প্রায় চারশো ছাত্রী অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও এই উদ্যোগকে উচ্চ প্রশংসা করেছেন। তারা এটাকে নারীর ক্ষমতায়ন ও সড়কে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন বিশেষজ্ঞ কারাতে প্রশিক্ষকরা। তারা মেয়েদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখায়। এর মধ্যে রয়েছে কিক, ঘুষি, ব্লক ইত্যাদি। যা বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতিতে ব্যবহার করা যায়। এই প্রশিক্ষণ শুধু তাদের প্রয়োজনীয় দক্ষতায় সজ্জিতই করে না, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও স্বনির্ভরতাও সঞ্চারিত করে।
মহিলাদের ক্ষমতায়ন ও তাঁদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ভাবে সক্রিয় পদক্ষেপ করতে পারে, তার উত্কৃষ্ট উদাহরণ হাওড়া পুলিশের ‘তেজস্বিনী’ উদ্যোগ। স্কুল-কলেজের মেয়েদের কারাতে প্রশিক্ষণ দিয়ে পুলিশ কেবল সম্ভাব্য অপরাধ প্রতিরোধে সহায়তাই করছে না, বরং শহরের নারীদের মধ্যে ক্ষমতায়ন ও আত্মপ্রত্যয়বোধও জাগিয়ে তুলছে।