Bangladesh: বাংলাদেশে জারি হলো কারফিউ
Bangladesh: বাংলাদেশে জারি হলো কারফিউ
তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ বাংলাদেশ জুড়ে কারফিউ ও সেনা মোতায়েন করার আদেশ এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যেখানে বলা হয়েছে, গোটা দেশব্যাপী শান্তি শৃঙ্খলারক্ষা ও জন নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী আজ থেকে কারফিউ আইন কার্যকর করা হলো।
জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার এই প্রয়োজন অনুযায়ী নির্দেশ বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করা হয়েছে নির্দেশটিতে।
কারফিউয়ের সময়সীমা এবং শর্ত কী হবে তাও জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার নির্ধারণ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ।
প্রসঙ্গত, কোটা সংস্কার ঘিরে চলমান আন্দোলনে শুক্রবারও রাজধানীতে প্রচুর ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। বেশকিছু পরিবহনে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হতে দেখা গেছে।
এদিন সারা দেশে ৩৪টি অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। যার মধ্যে ২৯টি ঘটনা ঘটেছে ঢাকা মহানগরে। এই আগুনের ঘটনায় বিআরটিএ ভবন, সেতুভবনসহ পাঁচটি সরকারি ভবন, দুটি বেসরকারি ভবন, একটি থানাও রয়েছে।
বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে তিনি বলেছেন ‘এটি অবশ্যই কারফিউ। নিয়ম অনুযায়ীই হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে’।
ঢাকার গণভবনে ১৪ দলের বৈঠকের পর কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে তিনি সাংবাদিকদের এইকথা জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি সম্পূর্ণরূপে পুড়িয়ে দিয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে’।
তিনি আরও জানিয়েছেন,১৪টি দলের নেতারা দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ ও জনগনের জান-মাল রক্ষায় সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রচুর হতাহতের পর কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই সংঘর্ষে সারা দিনে অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছে বলে খবর।
শেষ পাওয়া খবর অনুসারে…
সংবাদ- বিবিসি