মোতেরা স্টেডিয়ামের নাম হয়ে গেল নরেন্দ্র মোদি স্টেডিয়াম
আজ থেকে মোতেরা নাম বদলে উচ্চারিত হবে নরেন্দ্রে মোদি স্টেডিয়াম নামে। ভারত-ইংল্যান্ডের টেস্ট শুরুর আগে উদ্বোধনের দিন বদলে গেল নাম। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভূমিপুজো করে উদ্বোধন করলেন স্টেডিয়াম। এর আগে স্টেডিয়ামের নাম ছিল সর্দার প্যাটেল স্টেডিয়াম।
আজ উদ্বোধনের মঞ্চে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও হাজির ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তথা অমিত-পুত্র জয় শাহ।
এই মঞ্চে অমিত শাহ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন মোতেরাকে বিশ্বের সবথেকে বড়ো স্টেডিয়াম বানানোর স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই স্টেডিয়ামের কাজ শুরু করান। ৫ বছর ধরে গড়ে ওঠা এই স্টেডিয়ামের খরচ হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। যা এখন থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামে পরিচিত হবে। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচই হবে নবনির্মিত এই স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।