প্রকাশ্যে এলো আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাঈ কাঠিয়াওয়ারির টিজার
ডাকসাইটে একজন দুঁদে মহিলা। যার নামে কামাথাপুরির অন্ধকার দুনিয়ায় আলো ফোটে। যার অঙ্গুলি হেলনে ঘটে যায় অনেক ঘটনা। যিনি বদলে দিতে পারেন অনেকের জীবনও। তিনি গঙ্গুবাই কাঠিয়াওয়ারি। ষাটের দশকের মুম্বইয়ে এই একটা নামই কাঁপন ধরিয়ে দিত মুম্বইয়ের মাফিয়া ডনদের। অনেকের কাছেই তিনি ‘মাফিয়া কুইন’ নামে পরিচিত।
মাত্র ৫০০ টাকার বিনিময়ে একদিন বিক্রি হয়ে গিয়েছিলেন নিজের স্বামীর হাতে। সেই মহিলাই একদিন হয়ে উঠেছিলেন দুর্দন্ডপ্রতাপ নেত্রী হিসেবে। যৌনপল্লী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার যাত্রাটা সুখকর ছিল না অবশ্যই। সেই কামাথাপুরির দোর্দন্ডপ্রতাপ মহিলার জীবনকাহিনী নিয়ে সঞ্জয় লীলা বনশালী তৈরি করলেন ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’। অভিনয়ে আলিয়া ভাট। টিজারেই যিনি তার অভিনয় দক্ষতার কথা প্রমাণ করে দিয়েছেন।
এর আগে ‘গাল্লিবয়’, ‘রাজি’, ‘হাইওয়ে’ মুভিতে নিজের জাত চিনিয়েছিলেন। এবার বনশালীর ছবিতে গঙ্গুবাইয়ের ভূমিকায়। যা জন্যে তাঁকে শিখতে হয়েছে কামাথাপুরি ভাষা এবং যৌনপল্লীর চরিত্রের পাঠও। ২০২১-এর ৩০ জুলাই আসতে চলেছে ‘গঙ্গুবাই কাঠিওয়ারি’।