আপনি কি জানেন জাপানের এই পাঁচটি অদ্ভুত জিনিসের কথা!

তৃতীয়পক্ষ ওয়েব- জাপান! সূর্যোদয়ের দেশ। যা বিভিন্ন সংস্কৃতি এবং ট্র্যাডিশনের দেশ। অবশ্য কিছু কিছু অদ্ভুত জিনিসও তাঁদের বিশ্বের কাছে অন্য রকম পরিচিতি দিয়েছে। আসুন জেনে নিই সেই অদ্ভুত জিনিসগুলি ছবিতে এবং লেখায়।

কাডল ক্যাফে

হ্যাঁ, ঠিক পড়েছেন। এই কাডল ক্যাফে জাপানের এক বেশ দারুণ ব্যাপার। যার একটা বড়ো মার্কেট রয়েছে জাপানে। এই ভাবনার পেছনে এক চমকপ্রদ কাহিনী আছে তাঁদের। আমরা অনেকেই জানি জাপানিরা ভিষণ পরিশ্রমী হয়। এই ক্যাফে গুলো সেইসব পরিশ্রমী মানুষদের কিছু সময়ের জন্য রিল্যাক্স করতে সাহায্য করে। কিছু মানুষের হয়ত ব্যাপারটি খুব ক্লিশে লাগবে। কিন্তু এই কাডল ব্যাপারটি কিন্তু সত্যিই রিল্যাক্সিং এবং এনার্জেটিক। কি একবার ট্রাই করে দেখবেন নাকি জাপানে গিয়ে?

দ্য শিবু আ ক্রসিং

হ্যাঁ, একটি ব্যস্ত রাস্তার ক্রসিং! পৃথিবীর সবথেকে ব্যস্ত রাস্তার ক্রসিং হিসেবে ধরা হয় একে। এশিয়ান কালচারের মধ্যে একটা মেজর পার্ট হলো ব্যস্ত রাস্তা পার হওয়া। একটু এদিক ওদিক হলেন কি, আপনি অন্য রাস্তায় চলে যেতে পারেন। কি যাবেন নাকি একবার এই জায়গা দেখতে!

ভেন্ডিং মেশিন

জাপানের সর্বত্রই আপনি ভেন্ডিং মেশিন দেখতে পারেন। যেখানে শুধু স্ন্যাক্স, ড্রিঙ্কস নয় আন্ডার গার্মেন্টসও পাওয়া যায় এই ভেন্ডিং মেশিনে। খুব ইন্টারেস্টিং না!

পৃথিবীর ছোট এসকেলেটর

আপনি কি জানেন জাপান গিনেস বুকে নাম উঠিয়েছে শুধু এসকেলটরের জন্য। বিশ্বের ছোট এসকেলটরের জন্য। যার দৈর্ঘ্য মাত্র ৮৩৪ মিমি। ডিপার্টমেন্ট স্টোরে দেখতে পাওয়া যায় এইসব এসকেলটর। বেশ অবাক করা, তাই না!

অক্টোপাস ফ্লেভারড আইসক্রিম

শুনেই আঁতকে উঠলেন তো! এই অক্টোপাস ফ্লেভারের আইসক্রিম আপনি জাপানের সর্বত্র দেখতে পাবেন। আর এই নামের ইউনিক ফ্লেভার অনেকেরই জিভে জল এনে দেওয়ার মতো। আপনি যদি ফুডি হন, তাহলে অবশ্যই একবার চেখে দেখতেই পারেন অক্টোপাস ফ্লেভারড আইসক্রিম।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page